সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ০৭:২৩ এএম, ৩ অক্টোবর,শুক্রবার,২০২৫

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে অবস্থান স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সম্প্রতি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানান সাকিব। ফেসবুকে দেওয়া ওই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার ঝড় ওঠে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রথমে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দেন ক্রীড়া উপদেষ্টা। তবে সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে নতুন পোস্ট দিয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেন তিনি।
পোস্টে সাকিবকে উদ্দেশ করে আসিফ মাহমুদ লেখেন—
“যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফিন্যানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, আইনকে মোকাবিলা করুন।”
এর আগে রোববার রাত ১০টার দিকে তিনি আরেকটি স্ট্যাটাসে লিখেছিলেন—
“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।”
যদিও সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি, তবে নেটিজেনরা নিশ্চিত হন সেটি সাকিবকেই উদ্দেশ করে দেওয়া হয়েছে।
একই রাতে রাত ৯টার দিকে সাকিব ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব নিজেও একটি স্ট্যাটাস দিয়ে লেখেন—
“যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”
সাকিবের এই স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তার আবেগঘন বার্তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন, আবার অনেকে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।