avertisements 2

মোস্তাফিজ আইপিএল থেকে বাদ: বিজেপি নেতা বলছেন, ‘শত কোটি হিন্দুর জয়’ 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জানুয়ারী,রবিবার,২০২৬ | আপডেট: ০৩:১৮ পিএম, ৫ জানুয়ারী,সোমবার,২০২৬

Text

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের জন্য ‘জয়’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম।


এর আগে সঙ্গীত সোম প্রকাশ্যেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। বাংলাদেশি এই পেসারকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন, বলিউড অভিনেতা শাহরুখ খানকে তিনি ‘গাদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলেও আক্রমণ করেছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া শনিবার জানিয়েছেন, মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি ও ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের খবর প্রকাশের পর প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি বলেন, ভারতের ১০০ কোটি সনাতনির কথা ভেবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। গতকালই আমরা বলেছিলাম, এই ব্যাপারটিকে গ্রাহ্য করতেই হবে। কারণ ১০০ কোটি ভারতীয়র আবেগকে উপেক্ষা করা যাবে না। এটা গোটা দেশের হিন্দুদের জয়। 

আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

তবে সাম্প্রতিক সময়ে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নানা বিতর্ক সামনে আসে। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনা এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের একটি অংশ, কয়েকটি ধর্মীয় সংগঠন ও কিছু ধর্মীয় নেতার পক্ষ থেকে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল।

বিজেপি নেতা কৌস্তভ বাগচি সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা দেন, আইপিএলের কোনো দলে যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার রাখা হয় এবং কলকাতায় ম্যাচ খেলতে চায়, আমরা তা হতে দেব না। প্রয়োজনে আমরা শাহরুখ খানকেও (কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন) কলকাতায় ঢুকতে দেব না।

আধ্যাত্মিক গুরু দেবকিনান্দান ঠাকুর কলকাতা দল ও শাহরুখের তীব্র সমালোচনা করে বলেছেন মোস্তাফিজকে সরিয়ে দিতে।

মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানান শিব সেনা নেতা সাঞ্জায় নিরুপাম। কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রিনাতে প্রশ্ন তোলেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের নিলামে রাখা হলো কেন? এমনকি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমার আহমেদ ইলিয়াসিও কলকাতার সমালোচনা করে ক্ষমা চাইতে বলেন শাহরুখকে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2