avertisements 2

কথিত ‘আয়নাঘর’র কে এই শেখ মোহাম্মদ সেলিম?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৩১ পিএম, ৩ মে,শুক্রবার,২০২৪

Text

শেখ মো. সেলিম। কথিত ‘আয়নাঘর’ নামক গুজবের একজন অন্যতম অভিনেতা। মালয়েশিয়া প্রবাসী শ্রমিক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হলেও কি তার প্রকৃত পরিচয়? সেটির উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসবে কথিত ‘আয়নাঘর’নামক এক কাল্পনিক স্থানের পেছনের গল্প।

আয়নাঘর নাটকে সেলিমকে দেখানো হয়েছে একজন প্রবাসী শ্রমিক হিসেবে। মূলত সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতেই সেলিমের যে প্রকৃত পরিচয়কে আড়াল করা হয়, সেটিই পানির মতো পরিষ্কার করে দেয় এই গুজবের উদ্দেশ্য। প্রকৃতপক্ষে শেখ মো. সেলিম মালয়েশিয়া যুবদলের সাবেক সহসভাপতি। বর্তমানে মালয়েশিয়ার সিমুনিয়া মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কেবল নামেই নয়, মালয়েশিয়া যুবদল আয়োজিত যে কোনো অনুষ্ঠানে সেলিম থাকেন প্রথম সারিতে। এছাড়াও গাজীপুর পৌর ছাত্রদলেও রয়েছে সেলিমের প্রভাব।

কথিত ‘আয়নাঘর’র মূল মাস্টারমাইন্ড তাসনিম খলিল এনইডি-র অর্থায়নে দীর্ঘদিন থেকেই দেশ বিরোধী প্রচারণায় নিয়োজিত। একাধিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থাকে নিয়ে ভিডিও বানানোর জন্য তাসনিম খলিলকে প্রস্তাব করে একটি দেশবিরোধী চক্র। এই ভিডিওর জন্য কাল্পনিক স্ক্রিপ্টিংয়ের জন্য তাসনিম খলিল সাহায্য নেন মালয়েশিয়াসহ বহির্বিশ্বে অবস্থানরত বিএনপির নেতাদের। আর এর মাধ্যমেই তাসনিমের সাথে পরিচয় হয় সেলিমের। সেলিমের কথা বলার ধরণ পছন্দ হয় তাসনিমের। টেলিগ্রাম চ্যাটে সেলিমকে অভিনয়ের বিষয়বস্তু বুঝিয়ে দেন তাসনিম। এতে যুক্ত হয় আরেক চিহ্নিত জঙ্গি হাসিনার রহমান। আর এভাবেই সৃষ্টি হয় একটি ভয়ংকর এই গুজব এবং ষড়যন্ত্রের। তাসনিম খলিল, শেখ মো. সেলিম ছাড়া দেশবিরোধী এই ষড়যন্ত্রে আরও যুক্ত আছেন হাসিনার রহমান, জুলকারনাইন সায়ের গং’রা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2