avertisements 2

প্রতিষ্ঠিত ওপেনার দিয়েই ইনিংস শুরু করানো উচিত : তামিম 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩০ পিএম, ২ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশ জাতীয় দল যেন উল্টোপথে হাঁটছে। প্রায় সিনিয়রবিহীন টি-টোয়েন্টি দলের ছন্নছাড়া অবস্থা। ওপেনার সংকটের মাঝে সর্বশেষ চার ম্যাচে ওপেন করানো হয়েছেন 'মেকশিফট ওপেনার' দিয়ে। বলা বাহুল্য যে সাব্বির রহমান আর মেহেদি মিরাজের সেই ওপেনিং জুটি সফল হয়নি।

তাদের উদ্বোধনী জুটিগুলো হয়েছে যথাক্রমে- ১৯, ১১, ২৭ এবং ২৫ রানের।
প্রতিষ্ঠিত ওপেনার লিটন দাসকে খেলানো হচ্ছে তিনে। আরেক ওপেনার সৌম্য সরকার দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। এমতাবস্থায় ওপেনার দিয়েই ইনিংস শুরু করার পক্ষে মত দিলেন তামিম ইকবাল। দেশের সেরা এই ওপেনার রাজধানীতে একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন, 'আমার কাছে মনে হয়, যারা ওপেন করে, তাদের দিয়েই ওপেন করানো উচিত। তবে এটার পেছনে (মেকশিফট ওপেনার) যদি কোনো পরিকল্পনা থাকে, আমি সেটাকে ভুল বলতে পারব না। '

তবে মেকশিফট ওপেনারদের একেবারে বাতিলও করে দিচ্ছেন না তামিম, 'রোহিত শর্মার উদাহরণ তো আছেই। ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনারদের একজন সে। সে তো ওপেনার ছিল না। কেউ পরিকল্পনা করেছে, সে ওপেন করেছে এবং ২৫টি সেঞ্চুরি করেছে (আসলে তিন সংস্করণ মিলিয়ে ওপেনিংয়ে নেমে রোহিতের সেঞ্চুরি ৩৬টি)। আমি কাউকে বাতিল করে দিতে চাই না। মিরাজকেও না, সাব্বিরকেও না। যথেষ্ট সুযোগ তাদেরকে দেওয়া হোক। যদি কাজে না দেয়, তাহলে হলো না। তখন বদলানো যাবে। '

বিষয়:

আরও পড়ুন

avertisements 2