avertisements 2

সারোগেটেড বেবী

তারিকুল ইসলাম খান
প্রকাশ: ১১:৫২ পিএম, ১০ অক্টোবর,শনিবার,২০২০ | আপডেট: ১০:১১ পিএম, ৭ মে,শুক্রবার,২০২১

Text

আমার পিতা হাসপাতালে বিক্রি করে গেলেন আমার জন্মের উপাদান,
আমার মাতা নিলেন কিনে আমাকে করতে জন্ম দান।
ধারন করলেন আপন উদরে ,
ন’ মাস দশ দিনে পূর্নতা পেল আমার ভ্রুনকাল।
যথাদিনে জন্ম আমার দায়ীদের হাতে।
মাতা নির্বাসিত হলেন চুক্তিমত দায়িত্ব পালন শেষে।
ফরমায়েসী পিতামাতা আমায় নিলেন
আলিশান বাড়ীতে।
বেড়ে উঠি সেথায় নিঃসন্তান ষাটোর্ধ পালক মাতার কোলে।
বয়স ষোড়ষকালে পালক মাতা, জন্মের সত্যটা দিলেন আমার কানে তুলে।

আমার চেনা জগৎ হঠাৎ অচেনা হল আঁখিজলে ধরনী শিক্ত হল
আপন বাড়ী পরের হল
চঞ্চল চপলা জীবন ক্ষণিকে এলোমেলো
কি পাপ করেছিলাম জন্মের আগে?
আপন পিতা মাতা কেউ না চেনে একে অন্য জনে।

অবশেষে,
পিতার পেয়েছি পরিচয়, নাম তার..২৭২৯,
হাসপাতালেও না মিলে মাতার পরিচয়।
কি ছিল পিতা বা মাতার জাত বর্ণ ভাষা?
ছিল কি তারা নীল রক্ত অভিজাত,
কিংবা পথে বসবাস অতি নিম্নজাত?
কি ছিল রং তাদের সাদা না কালো
কি ছিল স্বভাব তাদের মন্দ না ভাল?
ছিল কি তারা আর্য্য না ককেশীয়?
নিশ্চয়ই ছিল তারা অতি অভাবী;
তা না হলে আমি কেন সারোগেটেড বেবী ?

আমায় জনম দিয়ে কি পেলেন তারা?
কি লোভে মাতা পেটে ধরলেন মোড়ে
জন্মের পরে কেনইবা গেলেন চলে?
আমার কি নাই অভিমান হে আমার মাতা?
আমি কি দেইনি তোমায় সুখের বারতা?
তোমার মনে আমার জন্য কি নেই একটু মমতা?

আমার মুখে মাতৃদুগ্ধের একটি ফোঁটাও পড়েনি,
আমার কচি হাতে পড়েনি তোমাদের হাত,
আমার কপোলে পড়েনি তোমাদের ঠোঁট,
আমার হ্রদয় পায়নি তোমাদের আদর,
মাতাপিতার ভালবাসাহীন আমার জীবন।
তোমাদের হাতে দোলনায় দুলিনি
আমার সাথে শৈশবের খুনশুটি করোনি
কৈশোরের শাসন কখনো হয়নি।

আমি নই কারো নাতি বা নাতিন,
আমার নাই আপনজন বা কাজিন।
হ্যালো আমার পিতা .......২৭২৯!
আমার অর্ধ জীবন বিকিয়ে
ক’ টাকা জুটেছিল কপালে?
সে টাকায় ক’পেগ গিলেছিলে?
ক’টা সিগার পুড়িয়েছিলে?
ক’টা ডিনার কিনেছিলে?

হ্যালো অজ্ঞাত মাতা,
মা হওয়া বিষয়টা কি আসলে যা তা?
গর্ভ ভাড়ার টাকায় তুমিও কি গিয়েছিলে সুরিখানায়?
তুমিও কি কিনতে চেয়েছিলে সুখ, আমার জীবন যন্ত্রনার বিনিময়?

আমাদের জীবনে যদি দেখা হয়,
কেহ চিনিব না নিশ্চয়।
পাশাপাশি হেঁটে যাব,
হবে না কথা বিনিময়।

তবে কি মানব জনম কারখানার মত?
শিশুর জন্ম যখন তখন ফরমায়েশ যত?

সারোগেটেড বেবীদের জন্য
তারিকুল ইসলাম খান
০১.১০.২০২০
 

বিষয়: বেবী

আরও পড়ুন

avertisements 2