avertisements 2

আইসিসির ওয়ানডের বর্ষসেরার লড়াইয়ে তালিকায় সাকিব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:১৯ এএম, ১ মে,বৃহস্পতিবার,২০২৫

Text

ছেলেদের ওয়ানডে ক্রিকেটে আইসিসির ২০২১ সালের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে আইসিসির অ্যাওয়ার্ডস প্যানেল এই তালিকা তৈরি করেছে।

তালিকায় আরও আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। এই বছর ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স সাকিব আল হাসান এই স্বীকৃতি পেয়েও যেতে পারেন। ২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২ ফিফটিসহ ২৭৭ রান করেছেন সাকিব। বল হাতে ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2