avertisements 2

পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ নভেম্বর,সোমবার,২০২৩ | আপডেট: ০৩:৩৯ পিএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

রোববার খন্দকার হাসান শাহরিয়ার নামে সুপ্রিমকোর্টের এক আইনজীবী এ নোটিশ পাঠান। নোটিশে পাপন-সাকিবের পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনেরও পদত্যাগ চাওয়া হয়েছে।

রোববার রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। বিশ্বকাপের চলমান আসরে দলের ব্যর্থতার দায়ে নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। 

এ ছাড়াও নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ কোচিং স্টাফ ও নির্বাচক কমিটি বাতিল, বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে নোটিশে উল্লেখ করা হয়।

পাশাপাশি উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিজস্ব কোচ তৈরি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে ধরনের উইকেটে হয় তার অন্তত কাছাকাছি মানের উইকেটে ঘরোয়া লিগ আয়োজন, স্কুল ও বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ও প্রশিক্ষণের আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে নোটিশে।

বাংলাদেশ দলের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে পুরো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, বিশ্বকাপ ক্রিকেটের চলমান আসরে বাংলাদেশ দলের প্রাপ্তি একেবারেই তলানিতে। ৯ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় বাংলাদেশ দলের অবস্থান অষ্টম।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2