ইনস্টাগ্রাম থেকে আয়ের তথ্য সত্য নয়, জানালেন কোহলি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ আগস্ট,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:১৮ পিএম, ৯ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রামে একটি পোস্টে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। এরপরেই আসে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির নাম।
সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ইনস্টাগ্রামে একটি পোস্ট করার জন্য বিরাট কোহলি পান ১৪ কোটি রুপি। সোশ্যাল মিডিয়া থেকে সবচেয়ে বেশি উপার্জনকারী ২৫ জনের মধ্যে একমাত্র ভারতীয় তিনি।
এবার কোহলি নিজেই জানালেন, এ তথ্যটা একদমই সঠিক নয়। তার আয়ের বিষয়ে দেওয়া তথ্যটি গতকাল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা দেখে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন কোহলি।
যেখানে তিনি লিখেন, 'আমি জীবনে যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ এবং ঋণী, আমার সোশ্যাল মিডিয়ার উপার্জন সম্পর্কে যে খবরগুলি ঘুরে বেড়াচ্ছে তা সত্য নয়।'





