মেসিকে সম্মান জানাতে ৮০৭ ছাগল দিয়ে মুখ বানিয়ে বিশ্বরেকর্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুলাই,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:০৮ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে এরইমধ্যে ৮০০ এর বেশি গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ভক্ত-সমর্থকদের অনেকেই মেসিকে সর্বকালের সেরা (গ্রেটেস্ট অব অল টাইম বা গোট) বলে থাকেন। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে নতুন ঠিকানা ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। অভিষেক ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। তাকে সম্মান জানাতে এবার ৮০৭ ছাগল দিয়ে অভিনব প্রচারণা করল।
সোমবার (২৪ জুলাই) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, মায়ামির জার্সিতে দুর্দান্ত এক গোলে অভিষেক রাঙিয়েছেন মেসি। সেই গোলটি মেসির ক্যারিয়ারের ৮০৮তম গোল। অভিষেকের আগে মেসির গোলসংখ্যা ছিল ৮০৭। মূলত মেসির এমন রাজকীয় অভিষেক উদযাপনের পাশাপাশি তাকে স্বাগত জানাতে অভিনব এক প্রচারণা করে সবাইকে তাক লাগিয়ে দিল জনপ্রিয় ফুড ও বেভারেজ কোম্পানি লেইস।
৮০৭ ছাগল দিয়ে মেসির মুখ তৈরি করল প্রতিষ্ঠানটি। যা দেখে হতবাক পুরো ফুটবল বিশ্ব। ছাগলগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যা ওপর দেখে দেখে মেসির মুখ বলে মনে হচ্ছে। নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পেজে এই ভিডিওটি পোস্ট করে লেইস। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনরাও এমন প্রচারণার প্রশংসা করেছেন।
ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে নতুন অধ্যায়ের শুরু করেন মেসি। ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হিসেবে নেমেই দলকে জয়খরা কাটান মেসি। ম্যাচের ৯৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে শুধু দলকে জেতাননি মেসি, দিয়েছেন শ্রেষ্ঠত্বের প্রমাণ।
লিওনেল মেসি