avertisements 2

মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন ইনক এর সাধারন সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ পিএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

১৬ অক্টোবর রবিবার ২০২২ সন্ধ্যা ৭টায় মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন ইনক এর একটি সাধারনসভা সংগঠনের জেনারেল সেক্রেটারী জনাব সফিকুল আলম সফিকের সভাপতিত্বে সিডনির স্থানীয় একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত হয়। সভায় ২০ নভেম্বর রবিবার ২০২২ লিভারপুল হুইটলাম লেইজার সেন্টারে (৯০ মেমোরিয়াল এভিনিউ, লিভারপুল) অনুষ্ঠিতব্য ‘মাল্টিকালচারাল ফেস্টিভাল’২২’ সফল করনে বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। আশিকুর রহমান এ্যাশ সভাটি সন্চালনা করেন এবং মাল্টিকালচারাল কমিউনিটির এই হিউজ ইভেন্টটির প্রস্তুতি সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফ করেন। 

সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা অবধি এখন পর্যন্ত ১২টি কমিউনিটি পর্যায়ক্রমে স্ব স্ব কালচারাল ব্যাকগ্রাউন্ডে তাদের লাইভ পার্ফর্মেন্সেস মন্চায়ন করবে। আরও কমিউনিটির সংযুক্তি প্রত্যাশা করা হচ্ছে। 

থাকবে দিনব্যাপী ফুড ফেয়ার, শিশুদের তাৎক্ষণিক তিনটি গ্রুপে আর্ট কম্পিটিশন, ক্লোথিং, অর্নামেন্টস, কর্পোরেট প্রমোশন স্টলস, হেনা এবং ফেইস পেইন্টিংস ইত্যাদি।

মিনিসিটার ফর মালিটিকালচারালিজম এন্ড মিনিস্টার ফর সিনিয়রস মিঃ মার্ক কুরি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি ব্যক্ত করেছেন। বিশেষ অতিথি হিসেবে কাম্বারল্যান্ড সিটি ডেপুটি মেয়র জনাব সুমন শাহা তাঁর সম্মতি জ্ঞাপন করেছেন।

আয়োজকগন ক্যাম্বেলটাউন এবং লিভারপুল সিটি মেয়রদ্বয় এবং কাউন্সিলরদের, ফেডারেল এবং স্টেট এমপিদের উপস্থিতি প্রত্যাশা করছেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ এবং নেপালের অনারেবল কনসাল জেনারেলদ্বয়ের উপস্থিতিও প্রত্যাশিত।

 

সভায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর এবং ডেপুটি লেবার লিডার জনাব মাসুদ চৌধুরী, এমআরসি চীপ এক্সিকিউটিভ অফিসার জনাব কামাল ডেবোসি, বিনোদ পাউডেল, সানা আল-আহমার, সাদাত হোসেন, রফিক উদ্দিন, হ্যারী আধিকারী, ইফতেখার ইফতু, রহমত উল্লাহ, শারমিন সূচনা, আসমা আলম কাশফি, তাম্মি চৌধুরী, মিলি ইসলাম, নজরুল ইসলাম, নোমান শামীম, কামাল পাশা, খায়রুল চৌধুরী, সাজ্জাদ হোসেন, সামান্থা, টিটো সোহেল, সেলিম কবির, মাসুদ রানা প্রমুখ বক্ত রাখেন এবং উপস্থিত ছিলেন।

 

এখনও যারা স্টল নিতে আগ্রহী বা স্পন্সর করে মাল্টিকৈালচারালাজম এবং ডাইভার্সিটি প্রমোট করতে চান তারা 0425691676 এবং 0433 509 852 নাম্বারে যোগাযোগ করুন।

 জেনারেল সেক্রেটারী জনাব সফিক সবাইকে ধন্যবাদ জ্ঞাপণ করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2