avertisements 2

২৪ সেপ্টেম্বর সিডনির ক্যাম্বেলটাউনে অনুষ্ঠাতব্য মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল সফল করার আহবান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:০৪ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন (ইনকর্পোরেটেড)  এর সভাপতি  এনাম হক এক  বিবৃতিতে আগামী ২৪ সেপ্টেম্বর    সিডনির ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে  আয়োজিত  মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল সফল করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। 
উৎসবের আয়োজক মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন (ইনকর্পোরেটেড)  এর উদ্যোগে সিডনির বহুজাতিক  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সমন্বয়ে জাকজমকপূর্ন ভাবে  মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল উদযাপন করা হবে 

দিনভর বহুজাতিক সাংস্কৃতিক আনুষ্ঠানে ভরা থাকবে মেলা মঞ্চ। স্টলগুলোতে থাকবে নিউ সাউথ ওয়েলসের বহুজাতিক ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বিভিন্ন খাবার ও  পন্যের সমহার  । মঞ্চ মাতাবেন বাংলাদেশে সহ  বহুজাতিক  কমিউনিটির স্থানীয় শিল্পীবৃন্দ। ফেস্টিভ্যালে পার্টনার হিসাবে রয়েছে মাল্টিকালচারাল  নিউ সাউথ ওয়েলস।
ফেস্টিভ্যাল সফল   করতে পৃষ্ঠপোষকতার জন্য শফিকুল আলম (মোবাইলঃ ০৪২৫৬৯১৬৭৬) , চৌধুরী আব্বাস ( মোবাইলঃ ০৪৫০৬২৬২৬২) এবং কাশফী আসমা আলম ( মোবাইলঃ ০৪২১৪১৯৭৯৩)
স্টল বুকিং এর জন্য আশিক রহমান অ্যাশ ( মোবাইলঃ ০৪৩৩৫০৯৮৫২), হ্যারি অধিকারী ( মোবাইলঃ ০৪৯৯২২৪৩৯৭), 
সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পূরবী পরমিতা বোস ( মোবাইলঃ ০৪৩৩০০৯৬৫১) ,ম্যাগাজিন সংক্রান্ত তথ্যের জন্য কামাল পাশা ( মোবাইলঃ ০৪৩০০১২৫৫৯)  এবং
সাধারন  তথ্যের জন্য ০৪০৮০২৮৪৪৬ এর সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।  

মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন (ইনকর্পোরেটেড)  এর সভাপতি  এনাম হক বলেছেন এই  উৎসব  সিডনিতে বসবাসরত বহুজাতিক কমিউনিটির মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ  করবে, বিশেষ বাংলাদেশি কমিউনিটির সাথে বহুজাতিক কমিউনিটির উষ্ণতা বহুগুন বৃদ্ধি পাবে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2