avertisements 2

অস্ট্রেলিয়াতে শোক ও শ্রদ্ধায় শহীদ জিয়ার ৪১তম শাহদাৎ বার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:০৫ পিএম, ২৭ জুন,সোমবার,২০২২

Text

গত ৩০ শে মেশহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যু বার্ষিকী। অন্যান্য বছরের মত এবারও বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রবাসী বাংলীদেশীরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এই দিনটি স্মরন করে । এবারো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার নেতাকর্মিরা শোক ও শ্রদ্ধার সাথে এই দিন টি পালন করে । 
বিএনপি অস্ট্রেলিয়া এ উপলক্ষ্যে লাকেম্বাস্থ একটি রেস্তরায় এক দোয়া , আলোচনা সভার আয়োজন করে। 

বিএনপি অস্ট্রেলিয়ার সদস্য সচিব জনাব মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ শোক সভায় বিএনপি অস্ট্রেলিয়া আহ্বায়ক ড: হুমায়ের চৌধুরী রানা সভাপতিত্ব করেন । 

সভায় স্মৃতিচারন মূলক আলোচনা করেন বিএনপি নেতা জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক  জাকির আলম লেনিন, জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি সোহেল মাহমুদ ইকবাল , বিএনপির সাবেক সভাপতি ব্যারিষ্টার নাসির উল্লাহ , বিএনপি নেতা ।সরওয়ার কমল । 
সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফুল আলম রনী, রকিবুজ্জামান, আব্দুল হাকিম। মোবারক মিয়া। মোঃ ফরিদ মিয়া। সাদ ছামাদ। ফয়জুর চৌধুরী। মনজুরুল হক আলমগীর । এস , সৈয়দা মাসুদা কাদরী মিতা,ফরিদ মিয়া , নজরুল ইসলাম নাফিজ,কে এম মন্জুরুল হক আলমগীর, ফয়জুর চৌধুরী ,হাজী মোহাম্মদ ইউসুফ আলী , ইয়াছিন আরাফাত অপু, তাফতুন নাঈম নিতু ,মোবারক মিয়া , জসিমউদ্দিন. মফিকুল ইসলাম. শাহিনুর রহমান,মীর হোসেন, মাহমুদা বেগম , আবুল কাশেম, সাইফুল   
ইসলাম, পল গোমেজ , আবু বকর সিদ্দিক, মোহাম্মদ জাকারিয়া ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2