avertisements 2

সিডনির লকডাউনে বাংলাদেশী প্রতিষ্টান মাকসুদা ক্যাটারিং'র খাদ্য সহযোগিতা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুলাই, বুধবার,২০২১ | আপডেট: ০৮:০৬ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

সাম্প্রতিক করোনা দুর্যোগে বাংলাদেশী প্রতিষ্টান "মাকসুদা ক্যাটারিং" ল্যাকেম্বায় কয়েক শতাধিক প্যাকেট খাবার বিতরণ করে।
বিভিন্ন ভাষাভাষীর মানুষ তাদের কাছ থেকে খাবারের প্যাকেট গ্রহন করে।

মাকসুদা ক্যাটারিং সম্পূর্ণ বাংলাদেশী মালিকানায় অত্যান্ত সুনামের সাথে বিগত আট বছর যাবৎ কমিউনিটিতে নিরলস সার্ভিস দিয়ে যাচ্ছে। কাচ্চি বিরিয়ানি,পোলাও ,রোস্ট ,বিভিন্ন ধরনের কোপ্তা,রেজালা ছাড়াও রকমারি মিষ্টান্ন এ প্রতিষ্টানকে করেছে সুপ্রতিষ্ঠিত।  বাংলাদেশী ছাড়াও বিভিন্ন কমিউনিটিতে  মাকসুদা ক্যাটারিং তার নিজস্ব জায়গা করে নিয়েছে খাবারের মান ,দাম ও সময় মতো খাবার সাপ্লাই দিয়ে।

এক কথায় ,সিডনিতে মাকসুদা ক্যাটারিং অনন্য প্রতিষ্টান যারা অত্যান্ত দক্ষতার সাথে কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে মুখরোচক সব ধরনের খাবার সরবরাহ করে মানুষের মন জয় করেছে। এ প্রতিষ্টানের সত্ত্বাধিকারী এ এন এম মাসুম কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। তাছাড়া অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র মুদ্রিত বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির নিয়মিত ফেস টু ফেস লাইভ অনুষ্ঠান করে দেশ ও বিদেশে অনেকের  মন জয় করতে সক্ষম হয়েছেন। তিনি চাঁদপুর ইসলামী যুব কল্যাণ নামে একটি সংগঠনের ১ম দাতা বিগত প্রায় তিন বছর যাবৎ। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও স্ত্রী নিয়ে সিডনির গ্রীন একরে বসবাস করছেন। যেকোন ধরনের সুস্বাধু খাবারের অর্ডার দিতে যোগাযোগ করতে পারেন : ০৪৩৩ ০৭৫ ৫৫৫

বিষয়:

আরও পড়ুন

avertisements 2