avertisements 2

জাভেদ-অনিকার শুভ বিবাহ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০১৯ | আপডেট: ০৭:৫৮ পিএম, ৭ জানুয়ারী, বুধবার,২০২৬

Text

সিডনির বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও জেস ফাউন্ডেশনের চেয়ারপারসন  এনাম হক ও বাংলাকথার প্রকাশক ও সম্পাদক সালেহা হকের ছোট ছেলে মিউচুয়াল হোমসের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ হকের সাথে সিডনির ম্যাকূয়রী ফিল্ড নিবাসী কৃষিবিদ আশরাফ  উদ্দিন ও নাসরিন আশরাফের একমাত্র কন্যা  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট  অনিকা আশরাফ’র শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।

গত ৩০ নভেম্বর শনিবার  সিডনির অদূরের একটি অভিজাত ফাংশন সেন্টারে  জমকালো আয়োজনের মধ্যে দিয়ে  উক্ত বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।   

এতে উভয় পরিবারের আত্মীয়-স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী,, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।এ প্রসঙ্গে জাভেদ হক বলেন,পারিবারিকভাবে তাদের বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়।সকলের কাছে আমাদের দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ প্রত্যাশা করছি।অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নবদম্পতির সুন্দর ভবিষ্যত কামনা করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2