avertisements 2

দেশে দুর্ভিক্ষ আসন্ন, কত লোক মারা যাবে জানি না : জাফরুল্লাহ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১৪ পিএম, ২ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৩০ এএম, ৮ মার্চ,শুক্রবার,২০২৪

Text

: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশ সম্পূর্ণ ভুল পথে চলছে, ‌বিদেশি চক্রান্ত, সরকারের ভুল নীতি, মানবাধিকার লুণ্ঠন, সুশাসনের অভাবে দেশে আগামী বছরের মধ্যে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ দেখা দেবে। প্রায় সাড়ে ৭ মিলিয়ন টন খাদ্যাভাব দেখা দিতে পারে।

আজ সোমবার (১ মার্চ) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চার সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এটা আমার কথা নয়, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং মার্কিন খাদ্য সংস্থার হিসাবে দেশে এ বছর এবং আগামী বছরে এক মিলিয়ন টন চালের অভাব হবে, প্রায় সাড়ে সাত মিলিয়ন টন গমের অভাব হবে। ফলে এটা দুর্ভিক্ষের পদধ্বনি। দেশে যদি সুশাসন না থাকে কত লোক মারা যাবে জানি না। ডা. জাফরুল্লাহ আরো বলেন, আমাদের অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে সবাই মিলে সম্পূর্ণ করতে হবে। এক ব্যক্তি পাকিস্তানের জেলে থেকে একা বাংলাদেশের স্বাধীনতা আনেননি। আমরা সবাই মিলিতভাবে স্বাধীনতা অর্জন করেছি বলে উল্লেখ করেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2