রিসোর্ট খুঁজছেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস আলম
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ৬ সেপ্টেম্বর,শনিবার,২০২৫ | আপডেট:  ০৬:০৭ এএম,  ৩১ অক্টোবর,শুক্রবার,২০২৫
                                
 
                        
                    সংগৃহীত ছবি
ফেসবুকেই এখন অনেক সমস্যার সমাধান; হোক সেটা ছোট বা বড়! এই যেমন- অভিনেত্রী শবনম ফারিয়া যেতে চান কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে।
কীভাবে কী করবেন, এর কূল কিনারা করতে না পেরে ফেসবুকে দিয়েছেন পোস্ট। অনেকেই সমাধান দিয়েছেন। তবে সেখানে বেশ গ্রহণযোগ্য তথ্যটি দিয়েছেন সারজিস আলম। তিনি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক। সারজিস সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।
ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া লেখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টা পর্যন্ত মন্তব্য এসেছে এক হাজার ৮ শ’টির মতো। মন্তব্যকারীদের একজন হলেন সারজিস আলম। তিনি লেখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!’
সারজিসের এ মন্তব্যে এ নিউজ লেখা পর্যন্ত প্রত্যুত্তর এসেছে ৬২২টি। তবে এর রিপ্লাই তখনও দেননি ফারিয়া। অনেকে বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি।
উল্লেখ্য, জনপ্রিয় এ অভিনেত্রী এখন অভিনয়ে নিয়মিত নন। সময় পেলেই শবনম ফারিয়া পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এছাড়া সময় পেলেই ঘুরে আসেন দেশ বা বিদেশের কোনো জায়গায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
 
                                    সেফ এক্সিট নিয়ে এবার উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্ট
 
                                    দেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক বেড়ে চলেছে : গোলাম মাওলা রনি
 
                                    যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, মুখ খুললেন ডা. তাসনিম জারা
 
                                    নিউইয়র্কে আখতারের ওপর হামলাকারী আ.লীগ কর্মী মিজান চৌধুরি আটক
 
                                    




