কারা চাঁদা নিচ্ছেন সেটা আর বললাম না, চাঁদা সাবধানে নিয়েন : ইলিয়াস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫ | আপডেট: ০৭:৩৯ এএম, ৩১ আগস্ট,রবিবার,২০২৫

ইলিয়াস হোসাইন
বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এসব চাঁদাবাজির অডিও-ভিডিও একটি সংস্থা রেখে দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। তবে কারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছেন তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি ইলিয়াস।
ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন বলেন, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে যারা চাঁদা নিচ্ছেন আপনাদের অডিও-ভিডিও রেখে দিচ্ছে একটি সংস্থা। কারা চাঁদা নিচ্ছেন সেটা আর বললাম না, চাঁদা সাবধানে নিয়েন।