avertisements 2

মাধবী-৩৪

মো: আসাদুজ্জামান
প্রকাশ: ১২:০০ এএম, ৮ মে,রবিবার,২০২২ | আপডেট: ০১:৪৫ এএম, ৮ মার্চ,শুক্রবার,২০২৪

Text

মাধবী,
ফেসবুক বন্ধু মাসুদ রানার ওয়ালে ব্যর্থ প্রেমের অভিনব নিবেদন দেখলাম, পড়ে বিহবল হলাম, বাক্যহারা হয়ে মনে মনে কয়েকবার আওড়ালাম, “ মন না দিলেও, ৫ লিটার তেল দিও...!” কি নিরেট সত্য কথা, কি নির্মম রসিকতা ।ব্যার্থ প্রেমের রাজনীতিকিকরনের প্রলেপ আঁকা এই অনন্য, অভূতপূর্ব, অব্যর্থ প্রকাশে আমি  বিমোহিত । আহ্ তোমাকে যদি এভাবে লিখতে পারতাম ! দেশে রাজনৈতিক দূর্বৃত্তায়নের নিয়ন্ত্রনে থাকা বাজার সিন্ডিকেটের কল্যানে তেলের বাজার মূল্যের লাগামহীন উর্ধগতির এই অনবদ্য নিবেদন মানুষের বেঁচে থাকার সংগ্রামী জীবনের একাংশের গল্প মাত্র, এরকম আরো অনেক নাভিশ্বাস উঠা গল্প আছে ! 
মাধবী, 
প্রিয় স্বদেশ আজ আমার মত সর্বহারা, এখানে শৃংখল ছাড়া হারাবার কিছু নেই । গত সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরের সময় শেখ হাসিনা ওয়াজেদ আমাদের বন্দর ব্যবহারের উদাত্ত আহবান জানিয়েছেন বলে সোস্যাল মিডিয়ায় দেখলাম ! না চাইতেই সব নিবেদন, নিঃশর্ত সমর্পন ? এদেশের মানুষ জানে এখানে গনতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বকীয়তা, মূল্যবোধ, গনতান্ত্রিক চর্চা, সামাজিক বন্ধনসহ অনেক কিছুই নেই, আজ সব ক্ষয়ে গেছে । স্বৈরতন্ত্রের তকমায় আমার দেশ কালিমা লিপ্ত । দেশের স্বার্বভৌমত্ব আজ হুমকির মুখে । এ অবস্থায় বন্দর দেওয়ার উন্মুক্ত প্রস্তাব অবৈধ ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে ! কষ্ট লাগে, বুকের মধ্যিখানে কষ্ট, ঠিক তোমাকে হারানোর বেদনা যেখানে বিঁধে আছে। 

মাধবী, 
বৈশাখী এলোমেলো হাওয়ায় মনটা বড্ড  উঁচাটন আমার ! তোমার বিরহ আমায় আর পোড়ায় না ।গতকাল তোমার নিয়ন বাতির শহরে এসে অগনিত সুহৃদকে স্মরণ করে লিখেছিলাম,  “ যে শহরের বাতাসে সুহৃদের নিঃশ্বাসের গন্ধ থাকে, সে শহর আমার বড্ড বেশী ভালো লাগে , সেই ভালো লাগার বাতাস  এখন অবগাহন করছি !” বিক্ষিপ্ত মনে কিছুই ভালো লাগছে না ! মনে ঝড় বইছে, সব কিছু মোকাবিলা করার ঝড়। এখানে মূহুর্তে মূহুর্তে বদলাচ্ছে মানুষ, গিরগিটির চেয়েও দ্রুত।
"বিশ্বাস" সে তো শব্দ মাত্র, অবিরত ভাঙছে বিশ্বাস, প্রেম কিম্বা সমাজ-রাজনীতি সব ক্ষেত্রেই ! বিশ্বাসহীনতা কতটা দুঃসহ যাপিত জীবন দেয় তা তুমি বুঝবে না মাধবী, সারা জীবন সবার সাথে শুধু বিশ্বাস ঘাতকতায় করেছো, বিশ্বাসহীনতা দেখোনিতো কখনো , তাই বুঝবে না । 
মাধবী, 
তোমার কাছে উঞ্চতা চেয়েছিলাম
তুমি দিলে আগুন, সে আগুন আমার প্রতিদিনের দহনের উপাত্ত মাত্র । তুমি তো জানতে মাধবী, আমার দহন হৃদয়েও তোমার বসতি গড়েছিলাম, বিনিময়ে আগুনের পাশাপাশি সেখানে 
তুমি ঘুণ ধরিয়েছিলে । দহনে দগ্ধ আর ঘুণে ধরা ক্ষয়িষ্ণু আমি ফিনিক্স পাখির মত কিংবা  প্রমিথিউস হবো, ঘুরে দাঁড়াবো, সব কিছু নতুন করে সাজিয়ে তোমাকে দেখাবো, দেখবে আমি কতটা , কতটা ঘুরে দাঁড়াতে পারি এ দেশের জন্য ! 
 মাধু, প্রেয়সী আমার , তোমার দুটি চোখ মনে আছে, আর কিছু নেই...! আমার এ দু’টি চোখ আর কাঁদে না, কাঁদে শুধু ভেতরের আঁখি । এত কিছুর পরও পথচলা আমার থাক, তোমার থাকুক শুধু পথ।
গান শুনছি মাধবী, আমার অনেক পছন্দের একটি গান, কবির সুমনের গাওয়া, “ তোমাকে অভিবাদন প্রিয়তমা….” ইউটিউবে তুমিও শুনতে পারো ..  !

লেখক: 
আইনজীবি ও রাজনৈতিক কর্মী 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2