avertisements 2

ঠাণ্ডায় মরে ফুটপাতে পড়ে রইলেন বিখ্যাত আলোকচিত্রী রেনে, ফিরেও তাকায়নি কেউ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:২৪ এএম, ১ মে,বৃহস্পতিবার,২০২৫

Text

রেনে রবার্ট, একজন বিখ্যাত সুইস আলোকচিত্রী। সম্প্রতি তীব্র ঠাণ্ডায় মৃত্যুর পর ফ্রান্সের রাজধানী প্যারিসের ফুটপাতে পড়েছিলেন তিনি। কিন্তু তার মরদেহের দিকে ফিরেও তাকায়নি কেউ। মানুষের এমন অমানবিক আচরণ জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার।

ফ্রান্সের ব্যস্ততম নগরী প্যারিসে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৯ ঘণ্টা রাস্তার পাশে পড়ে ছিলেন বিখ্যাত সুইস আলোকচিত্রী রেনে রবার্ট।

৮৫ বছর বয়সী এই বৃদ্ধ দীর্ঘ সময় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলেও তাকে বাচাতে কেউ এগিয়ে আসেনি। অথচ তিনি দীর্ঘদিন ধরেই এলাকাটিতে বসবাস করে আসছিলেন, এ রাস্তায় হাঁটতেন নিয়মিত। এছাড়া তিনি স্পেনের বিখ্যাত ফ্লেমেনসো নৃত্যের ছবি তুলে জনপ্রিয়তা পেয়েছিলেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,  হাজার হাজার মানুষের চোখ এড়িয়ে যাওয়ার পর অবশেষে তাকে বাঁচাতে এগিয়ে আসেন এক ছিন্নমূল ব্যক্তি। তবে ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। উদ্ধারের আগেই মারা যান রবার্ট।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। মানুষের এ আচরণকে অমানবিক ও বর্বর বলছেন অনেকেই।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2