avertisements 2

সসেমিরা

অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০১:০৫ এএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

শ্বাপদসংকুল জনপদ আজ

সারমেয় বিচরনের অভয়ারন্যে

আশংকায় দিনমান।

 

কতটা মানবিক কিংবা অমানবিক

ভাবলেই গা টা শিউরে উঠে

অজানা আশংকায়।

 

শেষ কবে হেসেছিল বাঙালী

ঠিকুজিতে খুঁজে মেলা ভার

এটাই নিয়তি।

 

বংশ পরম্পরার উত্তরীয় কাঁধে

কতদিন কতকাল হা-অন্ন

বাঙালীর দোরে!

 

গণতন্ত্র রাজনীতির তঞ্চকতা

হেরিডিটির কলের গান, যেন

ডুগডুগির বাঁদর নাচন।

 

কবে কোন্ শেখের বেটা

অবাঙালী হোসেনের হাত ধরে

পথচলা শুরু।

 

সেই থেকে স্বপ্নের সারথি

বাঙালীর কাংখিত স্বপ্নপুরুষ

বঙ্গবন্ধুও বটে!

 

তাঁর মন্ত্রেই যুথবদ্ধ বাঙালী

এক হয়ে উঠান তৈরীর

মহাকাব্যিক যাত্রা।

 

বুকভরে শ্বাস নেয়ার দিনে

ঝাপ্টা হাওয়ায় নিভে গেল

আশার প্রদীপ।

 

শ্বাপদসংকুল এইসব দিনে

শুধুই আশার বাণী

কলের গান।

 

পঁচাত্তর পেরিয়ে পঁয়তাল্লিশ

আরো এক সুবর্ণ জয়ন্তীর দ্বারে

কপালের ভাঁজে কড়া।

 

সামরিকের সেই পনের

আর হেরিডিটির তিরিশ

মাকড়সার জাল যেন।

 

শক্ত বিনুনীর শান দেয়া জালে

বাঙালী আদম কোন্ ছার

বঙ্গোপের হাঙরও কাত।

 

চলছে চলবে, নেই কোন গতি

কাঁধে আছে পরম্পরার উত্তরীয়

থাক শুধু এটুকুই স্মৃতি।

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2