avertisements 2

মাধবী-১৩

মো: আসাদুজ্জামান
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুলাই, বুধবার,২০২১ | আপডেট: ০২:৪০ পিএম, ২ মার্চ,শনিবার,২০২৪

Text

মাধবী,। 

কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ’র সাথে গলা মিলিয়ে এই গভীর রাতে শুনশান নীরবতায় চিৎকার করে বলতে ইচ্ছে করছে , আজকের এই দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম !! 

বড্ড শূণ্যতা অনূভব করছি !  বিবর্ণ , বিধ্বস্ত, সংকুচিত নাগরিক অধিকার আজ আমাদের নিত্য সঙ্গী, আমাদের বাক ও ব্যাক্তি স্বাধীনতা বিপর্যস্ত  ; মুক্তিযুদ্ধের চেতনা এবং পবিত্র সংবিধানের basic structure  বা মৌল ভিত্তি আজ নৈরাজ্যবাদী দু:শাসনের কাছে পরাভূত । এখানে প্রানের উচ্ছাস নেই, বিষাক্ত রাজনৈতিক দূর্বৃত্তায়ন আর স্বৈরাচারের নি:শ্বাসের  গন্ধে বাতাস ভারী  ।  Vicious Cycle of Criminalisation of politics  এবং লুটেরাদের অপ্রতিরোধ্য দৌরাত্বে প্রিয় স্বদেশ আজ কলংকিত , শহীদদের আত্ম ত্যাগ কালিমালিপ্ত ! জেল জুলুম নির্যাতন নীপিড়ন  হামলা মামলা হুলিয়ায় জর্জরিত ভিন্ন মতের মানুষ। তুমি বিশ্বাস করবে মাধবী , গত ছয় মাসে, এই করোনা মহামারীর মধ্যেও , এদেশে মানবাধিকার লংঘনের ঘটনা কতটা উদ্বেগ জনক  ছিলো ?  Reporters Without Boarders নামক সাংবাদিকদের স্বার্থ রক্ষার্থে সদা জাগ্রত আন্তর্জাতিক সংস্হাটি অতি সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে সারা বিশ্বের বাক ও ব্যাক্তি স্বাধনতার সূচকে ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২ । উক্ত রিপোর্টে সংস্থাটি  বাংলাদেশের শাসক গোষ্টীকে PREDATOR খেতাবে ভূষিত করেছে যা Oxford Dictionary থেকে তর্জমা করলে আভিধানিক অর্থ দাঁড়ায় an animal that hunts, kills and eats other animals ! এটাকে আরও স্পষ্ট করতে অক্সফোর্ড ডিকশনারীতে উদাহরণ হিসাবে lions, wolves and other predators দের উল্লেখ করা হয়েছে ! 

এদিকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র এক প্রতিবেদনে বলেছে , জানুয়ারী ২০২১ থেকে জুন ২০২১ পর্যন্ত , ছয়মাসে, এদেশে বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছে ৩২ জন নাগরিক, কারাগারে মারা গেছে ৪১ জন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ/গুম করা হয়েছে ৬ জনকে, ১২০ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন । উক্ত প্রতিবেদনে আরও দেখা যায় এই ৬ মাস সময়ে ৭৬৭ জন নারী ধর্ষনের শিকার হয়েছেন যার মধ্যে ১৫৬টি গ্যাং রেপের ঘটনা আছে , ১৬৬ টি ধর্ষন প্রচেষ্টার ঘটনা ঘটেছে ; এই সময়ে ৯৯ টি হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ, ৪৩ টি মন্দির /প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে । উক্ত সময়ের মধ্যে ২৬৩টি রাজনৈতিক সংঘর্ষে ৫৪ জন নিহত এবং ৩৬৪০ জন আহত হয়েছে ! 

 

    মাধু, প্রিয়তমা আমার, উপরের ঋনাত্বক , ক্লেদাক্ত , অসুস্থ বিবরণের কথা শুনে ভয় পেয়োনা ! এখানে সাধারণ খেটে খাওয়া ভূখা নাঙা মানুষ এখনো বেঁচে থাকার , বাঁচিয়ে রাখার স্বপ্ন দ্যাখে, তাঁরা রাতের তারার সাথে কথা কয়, বৃষ্টির পানিতে শষ্য ফলানোর স্বপ্নে বিভোর থাকে, গান গায়, জীবনের গান । এদেশের শ্রমিক শ্রেণীর মানুষ এখনো দেশে বিদেশে তাদের রক্ত জল করা শ্রম ঘাম দিয়ে আমাদের প্রবৃদ্ধির হার বাড়াতে সচল, তাদের ঘামের টাকা আজ আমাদের অর্থনীতির অক্সিজেন ! গরীব রিক্সাচালকের টাকা গ্রামে যায় , আর লুটেরা কালো টাকার মালিকদের অর্থে বিদেশে বেগম পাড়া হয় ….! এটাই আমার , আমাদের , তোমার এবং তোমাদের গর্বের বাংলাদেশ !

 

আজ আর নয় মাধবী ! লিখতে মন চাচ্ছে না ! তোমার চোখে জল কেন ? 

এ আঁখি জল মোছ পিয়া ভোল ভোল আমারে, মনে কে গো রাখো তারে ঝরে যে ফুল আঁধারে ….. ! 

পাশে ইউটিউবে মান্নাদের কন্ঠে বেঁজে চলেছে, ….খুব জানতে ইচ্ছে করে , তুমি কি সেই আগের মতই আছো , নাকি অনেক খানি বদলে গেছো……😭😭😭😭 !

ভুলে থেকো , ভালো থেকো - শুভ রাত্রি !

 

লেখকঃ  রাজনৈতিক কর্মী এবং আইনজীবি 
৯ জুলাই ২০২১ 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2