avertisements 2

দেহহীন নামটা

রিকি ঘোষ
প্রকাশ: ১১:৩২ পিএম, ১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৭:২০ এএম, ৯ মে,রবিবার,২০২১

Text

চলে গেলে, ভুলে গেলে, রেখে গেলে তোমার দেহহীন নামটা
আজ কেদারাটা বড্ড নিঃসঙ্গ বোধ করছে ক্ষণে ক্ষণে,
ব্যস্ত শহর দুদিন ছিল অপুর শান্ত দেহের শোকের উপসে মত্য!
আজ, যে যার কাজে লিপ্ত রয়েছে, তুমিও ভুলে গেলে আনকোরা মনে।

তারাদের দেশে নতুন স্ক্রিপ্টের ছবিতে অভিনয় করতে যাচ্ছ সন্ধ্যায়
বলে গেলে না ফিরবে না আর কোনোদিনই চোখের সামনে,
দেখা হবে না মুখের প্রতিচ্ছবি আর জুতো জোড়া বাইরে
শুধু ছবি থাকবে মালায় সাঁজানো, ধূপকাঠির গন্ধ ঘুরে বেড়াবে উঠোনে।

বলেছিলে হবে না দেখা আর কোনোদিনই, সত্যই বটে তা
নেমে গেলে সময়ের মাঝ স্টেশনে আর রয়ে গেল তোমার ভুলে যাওয়ার মিউজিক,
অপু, ক্ষিদ্দা, উদয়ন পণ্ডিত, অমল...কই কেউ তো যায়নি ভুলে
শুধু চলে গেল তাদের দেহটা ঋণে জড়িয়ে তুলসী পাতায় চোখটি ঢেকে ঠিক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2