avertisements 2

ক্রিমিনাল

তারিকুল ইসলাম খান
প্রকাশ: ১০:৫৯ পিএম, ২৭ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৮:১৪ এএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

 

বাঁচতে চেয়ে মোরা বারে বারে মরি,

ক্ষুধাকে একমাত্র শত্রু বলে জানি।

অভাব মোদের বারে বারে মারে,

টেনে নেয় মহাজনের ঋণের দুয়ারে।

অন্ন জোটাতে পেটে,

কাজ করি কয়লা খনিতে,

রোগে শোকে ওষুধ যোগাতে,

কাজ করি ম্যানহোলের ভিতরে।

ভদ্রজনেরে রাখিতে সুচি, 

বাড়ী বাড়ী ঘুরে ময়লা সাফ করি।

ভদ্রজনের ঘুম করিতে নিঝুম, 

আমাদের সুখ করেছি বিসর্জন।

সফল করিতে তোমাদের সূচী

আমরা হয়েছি অসুচী।

মিছিলে সামিল হলে পাঁচ শত লই।

গাড়ীতে আগুন দিলে দ্বিগুন পাই,

অনেক অর্থ মেলে বন্দুক হাতে পেলে,

হাজার মূদ্রা পাই নারীর ইজ্জত নিলে।

আমরা চিরকাল রই ক্রিমিনাল হয়ে,

তোমরা পাও পদ পদবী আমাদের বিকিয়ে।

জেলের গরাদ খোলে আর বোজে,

মোদের করিতে বাসিন্দা উহার অন্দরে।

 

ধানমন্ডি, ঢাকা

১৮/১১/২০২০

বিষয়:

আরও পড়ুন

avertisements 2