avertisements 2

হাসপাতালে বসে ইয়াবা বিক্রি করেন হাসপাতালের ব্যবস্থাপক!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৩২ পিএম, ২৮ এপ্রিল,সোমবার,২০২৫

Text

নাটোর শহরের চকরামপুর এলাকার জেনারেল হাসপাতাল থেকে ১৯১ পিস ইয়াবাসহ শিখা খাতুন নামে হাসপাতালের ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছেন টাস্কফোর্সের সদস্যরা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও টাস্কফোর্সের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

শিখা খাতুন (৩৭) বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ী গ্রামের আব্দুর রহমানের মেয়ে। তিনি জেনারেল হাসপাতালের ১০ নম্বর কক্ষে বসতেন। টাস্কফোর্সের সদস্যরা ওই ঘর থেকেই ১৯১ পিস ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোলাইমান হোসেন জানান, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান। এ সময় শিখা খাতুনের কক্ষে (১০ নম্বর) তল্লাশি চালিয়ে ১৯১ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, শিখা খাতুন এই হাসপাতাল থেকে ইয়াবা ট্যাবলেট বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন। এমনকি এই হাসপাতালেও লোকজন ইয়াবা ট্যাবলেট কিনতে আসত। এ ছাড়া শিখা খাতুনের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ রয়েছে। সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, শিখা খাতুনের কক্ষ থেকে ১৯১ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2