avertisements 2

সৈনিক লীগ নেতার হুমকি ‘নৌকার বিপক্ষে গেলে এলাকা ছাড়া করা হবে’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ ডিসেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:৫২ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থনে এক নির্বাচনী প্রস্তুতি সভায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রুবেল বালি নামে এক সৈনিক লীগ নেতার এমন হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে গুরুদাসপুর উপজেলার ভবানীপুরে এক নির্বাচনী প্রস্তুতি সভায় এ হুমকি দেওয়া হয়। অভিযুক্ত রুবেল বালি সংসদ সদস্য সিদ্দিকুর রহমানের সমর্থক এবং বড়াইগ্রাম উপজেলা সৈনিক লীগের সভাপতি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় শুক্রবার (১৫ ডিসেম্বর) তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ভিডিওতে স্বতন্ত্র প্রার্থী শোভনের নাম নিয়ে রুবেল বালিকে বলতে শোনা যায়, যে ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী শোভনের পক্ষে প্রচারণা করবে, এজেন্ট হবে, সে এলাকায় বাস করতে পারবে না। তার কোনো অস্তিত্ব রাখা হবে না। শোভন নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ভঙ্গ করে নিজেই স্বতন্ত্র দাঁড়িয়েছেন। ডামির বদলে বিদ্রোহী হয়েছেন। তারা নৌকা ডুবানোর ষড়যন্ত্র করছেন।

তিনি আরও বলেন, নৌকার বিপক্ষে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে, তাকে নিশ্চিহ্ন করা হবে। যারা নৌকা বিরোধীদের পক্ষ নেবে, তাদেরও এলাকা ছাড়া করা হবে।

জানা গেছে, এর আগে সংসদ সদস্য সিদ্দিকুর রহমানের ভাগ্নে জহির উদ্দিন ও রুবেল বালির নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন যুবক বড়াইগ্রামের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঢুকে দরজা আটকে মারধর করেন। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তার ডান হাত ধরে রুবেল বালি বলেন ‘এমপির হুকুম, তোর হাতটা কেটে তাকে দিতে হবে’। এ ঘটনায় মামলা দায়ের হলেও রুবেল বালিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র কে এম জাকির হোসন বলেন, সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রবীণ আওয়ামী লীগ নন বরং অনুপ্রবেশকারী। তার আপন ভাগ্নে জহির ও সমর্থক রুবেল বালি তার ছত্রছায়ায় নানা ধরনের অপকর্ম করছেন। এসব কর্মকাণ্ডের ফলে নাটোর-৪ আসনে নৌকার পরাজয় আসতে পারে।

এ বিষয়ে কথা বলতে রুবেল বালিকে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী শোভন বলেন, বর্তমান সংসদ সদস্যের কর্মী-সমর্থকরা উগ্রবাদী আচরণ করছেন। এতে করে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কিত। রুবেল বালির হুমকির বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম বলেন, শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় রুবেল বালিকে আসামি করে মামলা হয়েছে। রুবেল বালি গা ঢাকা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান বলেন, রুবেল বালিকে তিনি চেনেন না। শিক্ষা কর্মকর্তাকে যারা লাঞ্ছিত করেছেন তাদেরও তিনি চিনেন না। এসব অপরাধীদের গ্রেপ্তারে পুলিশকে অনুরোধ করা হয়েছে। মূলত একটি মহল রাজনৈতিকভাবে তাকে পরাস্ত করতেই তার নাম ভাঙিয়ে নানা ষড়যন্ত্র করছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2