avertisements 2

বিতরণ না করা বই মিললো মাদ্রাসার টয়লেটের ছাদে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ মার্চ, বুধবার,২০২২ | আপডেট: ০৭:৫৩ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি মাদ্রাসার টয়লেটের ছাদে মিলেছে ২০২২ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১০৬ সেট নতুন বই। মঙ্গলবার (১ মার্চ) এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সফাপুর ইউনিয়নের বিনোদপুর দাখিল মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে এসব বই উদ্ধার করা হয়।

বুধবার (২ মার্চ) সকালে এনএসআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহাদেবপুরে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বই দেওয়া হয়েছিল। তবে বাজারে বিক্রির উদ্দেশ্যে টয়লেটের ছাদে সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে আরও জানানো হয়- বিষয়টি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান ও মহাদেবপুর উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামকে মাদ্রাসা পরিদর্শনের নির্দেশ দেন। পরে তারা মাদ্রাসা থেকে মাদ্রাসার শিক্ষক ও আশপাশের লোকজনের সম্মুক্ষে টয়লেটের ছাদ থেকে অসৎ উদ্দেশ্যে মজুত রাখা বইগুলো উদ্ধার করেন। 

মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবই শিক্ষা অফিস থেকে গ্রহণ করলেও ওই মাদ্রাসার সুপার কোনও ছাত্র-ছাত্রীর নামে হাজিরা খাতায় দেখাতে পারেননি। এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯ শিক্ষার্থীর মধ্যে বই বিতরণের দাবি করলেও কাগজ-কলমে তার সত্যতা পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, এ বিষয়ে মাদ্রাসার সুপার ও সহ-সুপারের বিরুদ্ধে সরকারি পাঠ্যপুস্তক অসৎ উদ্দেশ্যে মাদ্রাসার টয়লেটের ছাদে রাখার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2