 
                                    রাশেদুল ইসলাম
আমাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন
প্রকাশ: ১২:০০ এএম, ১২ আগস্ট,সোমবার,২০২৪ | আপডেট: ০৯:০০ পিএম, ৩১ অক্টোবর,শুক্রবার,২০২৫
 
                                            শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মুহাম্মদ ইউনূস আমার শিক্ষক । তবে আমি তাঁর সরাসরি ছাত্র নই । আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র । আর স্যার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক । আসলে বাংলাদেশ অর্থনীতি সমিতির মাধ্যমে স্যারের সাথে আমার পরিচয় । বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের মডেল জানার পাশাপাশি, নিজের দেশের উন্নয়নের মডেল কেমন হতে পারে, এসব জানার এবং আলোচনা করার অদম্য কৌতূহল ছিল আমার । সে কারণেই আমি স্যারের একজন ভক্ত হয়ে পড়ি । স্যার চট্টগ্রাম থেকে ঢাকা আসলেই আমি স্যারের সাথে দেখা করতাম এবং দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে করণীয় বিষয়ের উপর তাঁর জ্ঞানগর্ভ আলোচনা শুনতাম । স্যার জামানত ছাড়াই প্রান্তিক পর্যায়ের মহিলারা কিভাবে স্বল্প ঋণ গ্রহনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন, কিভাবে স্বাবলম্বী হতে পারেন, সে বিষয়ে তাঁর নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলতেন । এসব বিষয় নিয়ে লেখা তাঁর ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্যরা’ বইটি তিনি আমাকে উপহার দেন ।
ডঃ মুহাম্মদ ইউনূস স্যার আমাকে খুব স্নেহ করতেন এবং বিভিন্ন অনুপ্রেরণাদায়ক গল্প শুনাতেন । এক একদিন এক এক রকম গল্প । গল্পগুলো খুব ছোট, কিন্তু তাৎপর্যপূর্ণ । এখানে একটি গল্পের উদাহরণ দেওয়া যেতে পারে। একদিন তিনি পাহাড়ি ঝর্নার কথা বলেন । বলেন, পাহাড় থেকে নেমে আসা ঝর্নার পানি দুর্বার স্রোতের সৃষ্টি করে । তুমি যদি কুলে দাঁড়িয়ে থাকো, তাহলে দেখবে মোটা গাছের গুড়ি, গরু বা মহিষের কোন মৃতদেহ চোখের পলকে সেই স্রোতে ভেসে যাচ্ছে । তুমি যদি পানির আরও কাছাকাছি যাও, তাহলে দেখবে স্ফটিকের মত স্বচ্ছ পানি । একটু খেয়াল করলে দেখবে, সেই স্বচ্ছ পানিতে অনেক কেচকি মাছ । কিন্তু সেগুলো মোটা গাছের গুড়ির মত স্রোতে ভেসে যাচ্ছে না, বরং সেগুলো স্রোতের প্রতিকূলে পাহাড়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে । এর মূল কারণ, মরা গাছের গুড়ির জীবন নেই, কিন্তু কেচকি মাছের জীবন আছে । স্রোতের প্রতিকূলে যাওয়াই সত্যিকার জীবনের লক্ষণ । তাই, জীবনে কখনো মরা গাছের গুড়ি হইও না; কেচকি মাছ হওয়ার চেষ্টা করবে ।
কোটা সংস্কার তথা বৈষম্যবিরোধী আন্দোলনকারি ছাত্রদের সবাই ডঃ মুহাম্মদ ইউনূসের গল্পের সেই কেচকি মাছের মত- যে মাছ স্রোতের টানে ভেসে যেতে জানেনা, স্রোতের প্রতিকূলে উজান ঠেলে ঝর্নার উৎসমুখে যেতে চায় । সামাজিক সমস্যা নিরসনে আসলে সমস্যার উৎসমুখ চিহ্নিত করাটাই আসল । উৎসমুখ চিহ্নিত করে, সে অনুযায়ী ব্যবস্থা না নিলে, সমস্যা, সমস্যাই থেকে যায় ।
 এ প্রজন্মের সূর্যসন্তানেরা  নিয়মতান্ত্রিক ভাবে  কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে অনেক বড় বাঁধা পান । এক পর্যায়ে তাঁদের আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রুপ নেয়- বাস্তবিক অর্থে যা ছিল রাজনৈতিক এবং তাঁদের জন্য ভয়ংকর  । এ কারণে, তাঁদেরকে এক রক্তাক্ত পথ পাড়ি দিতে হয় । ৫ আগস্ট, ২০২৪ তারিখে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রথম ধাপ হিসেবে তাঁদের ‘এক দফা, এক দাবি’র লক্ষ্য অর্জনে সক্ষম হন তাঁরা । ছাত্র জনতার এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। ফলশ্রুতিতে ইতোমধ্যে সংসদ ভেঙ্গে দেওয়া হয়েছে । তবে বাতাসে এখনো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অসম সাহসী ছাত্র যুবক আবু সাঈদসহ অনেক ঝরে যাওয়া তাজা প্রাণ  লাশের গন্ধ, স্বজনহারা এবং চরম ক্ষতিগ্রস্থ মানুষের গুমোট কান্নায় ভরে আছে  গোটা দেশ । দেশের অর্থনীতি চরম বিপর্যস্ত; স্থবির হয়ে আছে সবকিছু। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনির অনুপস্থিতিতে  দেশজুড়ে আতংকিত সব মানুষ ।  চরম সঙ্কটময় এই মুহূর্তে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং   অর্থনীতির গতি সঞ্চার করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে  এ দেশেরই  সোনার ছেলে  শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত  অর্থনীতিবিদ ডঃ মুহাম্মদ ইউনূসের কোন বিকল্প নেই ।  আন্দোলনকারি ছাত্রছাত্রীরা  তাঁকেই বেছে নিয়েছেন এবং  ডঃ মুহাম্মদ ইউনূস তাঁদের প্রস্তাবে রাজী হয়েছেন । এজন্য আন্দোলনকারি সকল ছাত্রছাত্রী  এবং  ডঃ মুহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা । আমাদের অশেষ কৃতজ্ঞতা সেনাবাহিনি প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি -  যার নির্মোহ, আন্তরিক ও অক্লান্ত চেষ্টায় দেশে একটি  আশা জাগানিয়া অন্তর্বর্তীকালীন  সরকার  গঠিত হয়েছে ।  
 
আজ ৮ আগস্ট, ২০২৪;  একটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দু’জন ছাত্র প্রতিনিধিসহ ১৭ সদস্যের সেই  অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেন । অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয়  প্রধান উপদেষ্টা  ডঃ মুহাম্মদ ইউনূস। তাঁর কথা আগেই বলা হয়েছে । এই সরকারের সম্মানিত উপদেষ্টাদের মধ্যে  দু’জন ছাত্র প্রতিনিধি ব্যতীত ১৪ জন উপদেষ্টাদের প্রত্যেকেই  নিজ নিজ  ক্ষেত্রে সর্বজনবিদিত সফল ব্যক্তিত্ব।  অনেক সংকটময় মুহূর্ত দক্ষতার সাথে অতিক্রম করার সফল উদাহরণ তাঁদের রয়েছে । ছাত্র প্রতিনিধি দু’জন বৈষম্য বিরোধী আন্দোলনে সফল নেতৃত্বকারি এবং  ভবিষ্যৎ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা । তাঁদের সকলের প্রতি আমাদের প্রাণঢালা অভিনন্দন। আমাদের গর্বিত সূর্য সন্তানদের স্বপ্ন যথাযথভাবে বাস্তবায়নে তাঁরা সম্মিলিতভাবে তাঁদের মেধা, অভিজ্ঞতা,  দক্ষতা ও বিচক্ষনতা দিয়ে  বাংলাদেশকে সত্যিকার একটি জনবান্ধব রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাম্য  অবদান রাখবেন -  এ বিশ্বাস বোধহয় আমরা রাখতে পারি । 
মহান আল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশকে  ঘিরে এ প্রজন্মের  সূর্যসন্তানদের লালিত স্বপ্নের সুষ্ঠু  বাস্তবায়নে সহায় হউন ।
৮ আগস্ট, ২০২৪ । মোহাম্মদপুর, ঢাকা ।
 
 
                                                ছাত্র-জনতাকে হত্যার জন্য ক্ষমা চাইবেন না শেখ হাসিনা
 
                                                টক অব দ্য কান্ট্রি ‘প্রধান উপদেষ্টা পদে’ আসিফ নজরুল!
 
                                                খুলনার মঞ্জুকে কেন্দ্রে ডাক, বদলে যেতে পারে হিসাব নিকাশ
 
                                                এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম
 
                                                বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকির ইন্তেকাল
 
                                                ভাইরাল এই ছবিটি শেখ হাসিনার নয়
 
                                                আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন বল তার কোর্টে: নাসীরুদ্দীন পাটওয়ারী
 
                                                ঢাবির জহুরুল হলে ধূমপানে জরিমানা, মাদক সেবন করলে বহিষ্কার
 
                                                মাইক ভাড়া করে গালি দেয়া সেই যুবককে টাকা দিল ব্যাংক, যাচ্ছেন বিদেশ
 
                                                মৃত্যুর আগে শেষ স্ট্যাটাসে যা লিখেছিলেন ফার্মগেটে নিহত যুবক
 
                                                রোহিঙ্গা তরুণীরা বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া
 
                                                মেট্রোরেল সেবা প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু
 
                                                আইনের প্রতি শ্রদ্ধা
 
                                                লিবিয়ায় জিম্মিদশায় গৌরনদীর ৫৬ তরুণ
 
                                                ‘গুমের শিকার পরিবারগুলো এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি’
 
                                                দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
 
                                                গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
 
                                                কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
 
                                                সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
 
                                                সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
 
                                                অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
 
                                                অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
 
                                                কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
 
                                                মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
 
                                                হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
 
                                                খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
 
                                                প্রণব মুখার্জি আর নেই
 
                                                কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
 
                                                মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু
 
                                                
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                            

