avertisements 2

জার্মান তরুণীর তুরস্কে ভ্রমণে এসে ইসলাম গ্রহণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:১৭ এএম, ১২ মে,রবিবার,২০২৪

Text

তুরস্কে ঘুরতে এসে ইসলাম গ্রহণ করেছেন জার্মান তরুণী ফ্যাবিয়ান ডরিস পিটারগার। তুরস্কের দক্ষিণাঞ্চল গাজি ইনতাব শহর ভ্রমণকালে ইসলাম গ্রহণ করেন ২০ বছর বয়সী এই তরুণী। গতকাল বুধবার (২০ জুলাই) তাঁর ইসলাম গ্রহণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে স্থানীয় দারুল ইফতা বিভাগ।  

জানা যায়, ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে সিরাহ রাখেন।

দীর্ঘদিন ইসলাম সম্পর্কে জানাশোনা ও অধ্যয়নের পর ইসলামের ছায়ায় আশ্রয় নিয়েছেন বলে জানান এই জার্মান তরুণী। তাঁর ইসলাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলীয় গাজি ইনতাব শহরের মুফতি হুসাইন হাজারলালসহ আরো অনেকে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইসলামের কলেমা শাহাদাত পাঠকালে তরুণী কান্নায় ভেঙে পড়েন। মনের দীর্ঘদিনের আশা পূরণ হওয়ায় তাঁর দুচোখ ছিল অশ্রুসিক্ত। এসময় খুবই আবেগাপ্লুত দেখা যায় তাকে।  

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ইসলাম গ্রহণের বর্ণাঢ্য অনুষ্ঠান। হুসাইন হাজারলাল বলেন, ‘আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সব নবী-রাসুল আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তাঁরা সবাই সত্যবাদী ছিলেন। মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী এবং পবিত্র কোরআন আল্লাহপ্রদত্ত সর্বশেষ গ্রন্থ। তাঁর আনীত দ্বিনকে আমরা কোনো সন্দেহ ছাড়াই বিশ্বাস করি। আমরা ফেরেশতা, তাকদির ও মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করি। ’ 

এর আগে ২৭ এপ্রিল তুরস্কের এসকিশেহির শহরের সিটি হাসপাতালে ক্যান্সার চিকিৎসা নেওয়া ইউক্রেনের নাগরিক ভিক্টর বারকোমেনকো (৬২) ইসলাম গ্রহণ করেন। গত বছর তুরস্কের নেভসেহির শহরে এসে ইসলাম গ্রহণ করেছেন নেদারল্যান্ডের নাট্য পরিচালক হুবারদিনা আলিদা ডোনা রিসা। এছাড়াও অটোমান ও ইসলামী শিল্পকলা নিয়ে কাজ করা রুশ চিত্রশিল্পী মারিয়া কোমিসা ইসলাম গ্রহণ করে স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন।  

সূত্র : আল জাজিরা মুবাশির

বিষয়:

আরও পড়ুন

avertisements 2