জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন বুঝে নেয়ার দেড় বছরেই ফাটল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুলাই,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৮:২২ এএম, ১৬ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩ তলা নতুন একাডেমিক ভবন। নয়টি দপ্তর ও ১৯টি বিভাগসহ এ ভবনে রয়েছে সকল ডীন অফিস, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় অডিটোরিয়াম, শিক্ষকদের ক্যান্টিনও। প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলে প্রায় ৮ হাজারের বেশি মানুষ ভবনটিতে অবস্থান করেন।
বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে জনবহুল এ ভবন নির্মাণের পর কর্তৃপক্ষ বুঝে নেয়ার দেড় বছরের মাথাই ধরেছে ফাটল। এ ফাটলের কারণ হিসেবে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারকে দুষছেন প্রকৌশলীরা। তবে নির্মাণকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ বিষয়ে বলছেন ভিন্ন কথা।
এদিকে সরেজমিনে দেখা যায়, নতুন একাডেমিক ভবনের ১৩ তলায় পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কার্স দম্পরের সহকারী প্রকৌশলী মঞ্জুর হোসেনের রুমের ভিতরে পিলার-বিমে দীর্ঘ ফাটল ধরেছে। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভবনটির নিমার্ণ কাজ শেষ হলে বুঝে নেয় বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ আটক

মেরুন রঙের টি-শার্ট পরিহিত সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক

‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’
