avertisements 2

কিশোরী মেয়েদের বিয়ে করতে পুরুষদের এতো চাহিদা কেনো?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ১০:৩১ এএম, ১৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৪

Text

মহিলা, ও শিশুবিষয়ক, মন্ত্রণালয় স,ম্পর্কিত, সংসদীয় স্থায়ী ক,মিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মেহের আফরাজ, চুমকি, বলেছেন, কিশোরীদের, বিয়ের বিষয়টি, বারবার, গণমাধ্য,মে উঠে, আসছে। তি,নি বলেন, কিশো,রীদের বিয়ে, করার ক্ষে,ত্রে পুরুষ,দের এত উৎসাহ, কেন?

সোমবার, রাজধানীর ই,ন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘আন্ত,র্জাতিক ক,ন্যাশিশু দি বস-২০২১’ উপলক্ষে আয়ো,জিত আ,লোচনা সভা য় প্রধান, অতিথির বক্তব্যে তিনি, এসব, কথা, বলেন।

প্ল্যান, বাংলাদে,শ ও ডোব, সেলফ স্টিম প্রজেক্টের সহায়তায়, চিলড্রে,ন অ্যাফেয়ার্স, জার্নালি,স্ট নেটওয়া,র্কের (সিএজেএন) উদ্যোগে ‘কিশোর-কিশোরী,দের আ,ত্মউন্নয়নে, ইতিবা,চক প,রিবেশের ভূমি,কা’ শীর্ষক, এ আ,লোচনা স,ভার, আয়োজন করা, হয়।

তিনি, বলেন, এখ,ন ভিন্নভাবে চিন্তার সময় এসেছে। কত, শতাংশ, পুরুষ, কিশোরী,, বিয়ে ক,রছেন এবার তাদের, পরিচয় তুলে ধরুন। অনেকেই বিদেশ থেকে ফিরে, কো,ন বাসায় অল্পবয়সী সুন্দরী কিশোরী রয়েছে তা খুঁজে, বিয়ে, করছেন। অনেকে বিয়ে করে কাবিন করেন, না। যারা, কিশো,রীদের বিয়ে করছেন তাদের অপমান, ও অস,ম্মান করে,ন। তারা, যে ভুল পথে পরি,চালিত হ,চ্ছে তা, তুলে, ধরেন।

ওইস,ব, পুরুষ,কে সঠি,কভাবে, পরিচালিত করতে পারলে, বাল্যবিয়ে, কমে যা,বে ম,ন্তব্য করে চুমকি বলেন, কিশোরী,দের বিয়ে ক,রার ক্ষেত্রে, পুরুষদের এত উ,ৎসাহ, কেন?

বিষয়:

আরও পড়ুন

avertisements 2