avertisements 2

এমন সহমর্মিতা ও সম্প্রীতিতে মোড়ানো বাংলাদেশই তো চাই: তামিম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,শনিবার,২০২৪ | আপডেট: ০৭:২৯ পিএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১২টি জেলা। যেখানে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন বিপর্যয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে পুরো দেশের মানুষ। দেশের এমন কঠিন সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জেগে উঠেছে পুরো দেশ। 

বন্যার্তদের সহায়তায় ও উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছেন সাধারণ মানুষ। সবার একসঙ্গে এমন কাজ করার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব দেখে উদ্বুদ্ধ ও আবেগআপ্লুত হচ্ছেন অনেকে।

বিভিন্ন পেশার মানুষের উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমের কিছু ছবি কোলাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের ক্যাপশনে তামিম লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলেন, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এ রকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সংকট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’


তিনি আরও লেখেন, 'সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।'

বিষয়:

আরও পড়ুন

avertisements 2