avertisements 2

হঠাৎ রোমান সানা জাতীয় দল থেকে অবসরে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ মার্চ,রবিবার,২০২৪ | আপডেট: ০৯:৫২ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

বাংলাদেশ জাতীয় দলে থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা আরচার রোমান সানা। তথ্যটি নিশ্চিত করে রোমান বলেন, “আর জাতীয় দলের হয়ে খেলব না। জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখেছি। দুয়েক দিনের মধ্যেই চিঠিটা ফেডারেশনে জমা দিয়ে দেব।” রোমানের চিঠির বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেশন।

চিঠির বিষয়ে ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজীউদ্দিন চপল ইরাক থেকে মুঠোফোনে বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নিয়ে রোমান ফেডারেশনকে চিঠি দিয়েছে। আমরা সেই চিঠি পেয়েছি।’ কি কারণে রোমানের এই অবসর জানতে চাইলে চপল বলেন,‘ব্যক্তিগত কারণ’।

রোমান সানার অবসর নেওয়ার চিঠি পাওয়ার পর তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টাও করেছেন বলে জানিয়েছেন। সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা তাকে সিদ্ধান্তটি পুনর্বিবেবচনার অনুরোধ করেছিলাম। কিন্তু সে তার সিদ্ধান্তে অনড়। রোমান এখন চায় ব্যবসা–বাণিজ্য করতে। সে আমাদের সেটিই বলেছে।’

রোমান সানাকে দিয়েই মূলত বিশ্ব আরচারিতে বাংলাদেশকে চিনেছে। এই খেলার বৈশ্বিক প্রতিযোগিতায় রোমানের আছে ব্রোঞ্জ পদক, যেটা তিনি জিতেছিলেন ২০১৯ সালের বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে।

বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করেছিলেন তিনি। করোনার কারণে ২০২১ সালে অনুষ্ঠিত ২০২০ টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন সেভাবেই।

২০২১ বিশ্বকাপ আরচার দিয়া সিদ্দিককে সঙ্গী করে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছিলেন রোমান। নেদারল্যান্ডসের জুটির কাছে হেরে অবশ্য রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। পরে রুপাজয়ী রোমান-দিয়া ব্যক্তিগত জীবনে জুটি বাঁধেন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2