avertisements 2

আজ শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ সেপ্টেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:৫০ পিএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালে যেতে হলে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প আপাতত নেই। তাই ম্যাচটি বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই শ্রীলঙ্কার কাছেই গ্রæপ পর্বে উড়ে গিয়েছিল সাকিব আল হাসানের দল।

আজ সেটার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের একাদশে রদবদল দেখা গেছে।

এদিন বাংলাদেশ একাদশে আসতে পারে দুই পরিবর্তন। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। এছাড়া থাকবেন লিটন দাস। তিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম। সাতে আফিফ হোসেন। আট নম্বরের জায়গায় দলে ফিরতে পারেন শেখ মেহেদি। স্পিনবান্ধব এবং ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় মেহেদিকে দেখা যেতে পারে এই ম্যাচে।

এছাড়া নয় দশ এবং এগারো নম্বরে দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবং শরিফুল ইসলামকে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2