avertisements 2

খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন যারা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ মে,শনিবার,২০২৫ | আপডেট: ১০:৪১ এএম, ২৪ মে,শনিবার,২০২৫

Text

ছবি: সংগৃহীত

৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর খুলনায় অবস্থিত জাহানাবাদ ক্যান্টনমেন্টে ৬ জন আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

বৃহস্পতিবার (২২ মে) রাতে আইএসপিআর নতুন তালিকা প্রকাশ করে। সে তালিকায় দেখা গেছে খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে ছিলেন ৬ জন।

আরও পড়ুন: সেনানিবাসে আশ্রয় পাওয়াদের তালিকা প্রকাশ

আইএসপিআর এর প্রকাশিত তালিকায় দেখা যায়, আশ্রিতদের মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাহমুদ হোসেন, উপ-উপাচার্য মোসা. হোসনে আরা, তৎকালীন খুলনা সিটির মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, তার সহধর্মিণী সাবেক উপমন্ত্রী ও বাগেরহাট-৪ আসনের এমপি বেগম হাবিবুননাহার, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন আহমেদ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2