যুবলীগ নেতা পেলেন ‘জুলাই যোদ্ধার’ অনুদান, তদন্ত কমিটি গঠন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ মে,সোমবার,২০২৫ | আপডেট: ১২:৫০ এএম, ২০ মে,মঙ্গলবার,২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত এক যুবলীগ নেতা জুলাই যোদ্ধা হিসেবে অনুদান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মে) খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আহত ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ‘সি ক্যাটাগরিতে’ এক লাখ টাকার চেক গ্রহণ করেন তিনি। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমারকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, ওই যুবলীগ নেতার নাম মিনারুল ইসলাম। তিনি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মিনারুল নামের ওই ব্যক্তি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয় থেকে তার আবেদন যাচাই-বাছাই শেষে গেজেট প্রকাশ করে খুলনায় চেক পাঠানো হয়েছিল। এজন্য তার আবেদন বা যাচাই-বাছাইয়ের বিষয়ে খুলনায় কোনো তথ্য নেই।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় রবিবার (১৮ মে) রাতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনুদানও ফেরত নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নগরীর শহিদ হাদিস পার্ক এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ায় আওয়ামী লীগ কার্যালয় থেকে পালাতে গিয়ে আহত হন মিনারুল।