avertisements 2

ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনায় ৩ জন আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মার্চ,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:০৫ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

ঢাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনা নগরীর জোড়াগেট এলাকার সিঅ্যান্ডবি কলোনি থেকে তিন জনকে আটক করেছে ঢাকার ডিবি পুলিশ। রোববার ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম সিঅ্যান্ডবি কলোনির টুআর-২ নং ভবনের চারতলায় মো. জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ এবং অপর ২ নারীকে আটক করে নিয়ে যায়। 

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, অভিযান চালিয়েছে ঢাকার ডিবি পুলিশ। সোনাডাঙ্গা থানার একটি টিম তাদেরকে সহযোগিতা করে। তবে কয়জনকে আটক করেছে এবং তাদের নাম-পরিচয় তাদের জানা নেই।

অভিযানে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি’র এডিসি মো. রাশেদ জানান, আটক আকাশকে নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ওই বাসা থেকে কোনো টাকা উদ্ধার হয়েছে কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

এদিকে, অভিযানের সময় আশপাশের বাসিন্দারা সেখানে জড়ো হন। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার মধ্যরাতে সাদা পোশাকে ডিবির একটি টিম এসে খোঁজখবর নেয় যে, আকাশ ওই বাসায় আছেন কি না। তখন তারা খবর পায় আকাশ সোনাডাঙ্গা এলাকার একটি আবাসিক হোটেলে আছে, ভোরে এই বাসায় আসবে। সারারাত সাদা পোশাকে পুলিশের একটি টিম ওই বাসার সামনে অবস্থান করে। ভোরে আকাশ বাসায় ঢোকার পর ডিবি পুলিশ অভিযান শুরু করে। 

মো. জনি নামে স্থানীয় এক বাসিন্দা জানান, আকাশ মাঝেমাঝে ওই বাসায় এসে থাকতেন। তার পেশা কী তা তার জানা নেই। অভিযানের পর জাহাঙ্গীরের বাসায় গিয়ে দেখা যায়, দরজা ভেতর থেকে আটকানো। বারবার ডাকাডাকির পরও জাহাঙ্গীর ও তার স্ত্রী দরজা খোলেননি। তারা কথা বলতে রাজি হননি। 

স্থানীয় লোকজন জানান, সিঅ্যান্ডবি কলোনি মূলত সরকারি কর্মচারীদের আবাসস্থল। তবে জাহাঙ্গীর সরকারি কর্মচারী নন। তিনি অন্য একজনের কাছ থেকে ভাড়া নিয়ে জরাজীর্ণ ওই বাসায় থাকেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2