avertisements 2

খুলনায় ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ ৬ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:৪৯ পিএম, ২ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

কাউন্সিলর আরিফুর রহমান মিঠু

নগরীর লবণচরা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও কর্মচারীকে মারধর করার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফুর রহমান মিঠুসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

লবণচরা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

লবণচরা থানার ওসি এনামুল হক জানান, রোববার রাতে ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মিঠুসহ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী মনিরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এরপর তারা প্রতিষ্ঠানের এক কর্মচারীকে মারধর করে। পরবর্তীতে ব্যবসায়ী মনিরুল ইসলাম কাউন্সিলর মিঠুসহ ৭ জনের নাম উল্লেখ করে রাতেই থানায় মামলা দায়ের করে। 

তিনি জানান, ভোর রাতে র‌্যাবের সহায়তায় কাউন্সিলর মিঠু, শামসু ও মজিবরকে গ্রেপ্তার করা হয়। পরে অন্য আসামি হারুন, টুটুল ও হযরতকে গ্রেপ্তার করা হয়। কী কারণে হামলা করা হয়েছে জানতে চাইলে ওসি এনামুল হক বলেন, তদন্ত চলছে। তদন্তের পর হামলার কারণ সম্পর্কে জানা যাবে।

তবে এলাকাবাসী জানান, স্থানীয় ব্যবসায়ী মনিরুল ইসলামের প্রতিষ্ঠানে টায়ার পোড়ানো হতো। টায়ার পোড়ানোর দুর্গন্ধের কারণে স্থানীয় লোকজন কাউন্সিলরের কাছে অভিযোগ দেন। কাউন্সিলর বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানালে তারা কিছুদিন আগে কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি কারাখানাটি আবার চালু হয়।

তারা আরও জানান, কাউন্সিলর মিঠু কয়েকবার মৌখিকভাবে টায়ার পোড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানান। কিন্তু তারা শোনেননি। রোববার রাতে ফের টায়ার পোড়ানোর সময় মিঠুসহ স্থানীয় কয়েকজন উপস্থিত হন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মিঠু দোকানের এক কর্মচারীকে চড় দেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2