avertisements 2

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে অস্ট্রেলিয়ায় বিএনপির উদ্যোগে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০১৯ | আপডেট: ০৭:৫৯ এএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

বিএনপির চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক মানববন্ধন ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে ১৫ইডিসেম্বর  সিডনির  লাকেম্বাস্থ রেলওয়ে প্যারেডে অনুষ্ঠিত হয়।  পবিত্র  কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় মহান মুক্তিযুদ্ধের সময় এবং গত ভোটারবিহীন অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় আহত নিহত  এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।                     

মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে মানব বন্ধন ওআলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মনিরুল হক জর্জ,আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব লুৎফুল কবির,বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি জনাব মোঃদেলোয়ার হোসেন, অধ্যাপক শিবলী আব্দুল্লাহ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক  সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন,ডাঃআব্দুল ওহাব বকুল,কুদরত উল্লাহ লিটন,একে এম ফজলুল হক শফিক, ইব্রাহিম খলিল মাসুদ।                             

আবুল হাসানের পরিচালনায় আর ও বক্তব্য রাখেন মাহমুদ আলম,এএনএম মাসুম,সেলিম লকিয়ত,হাবিব রহমান। উপস্থিত ছিলেন এ্যাড.মোবারক হোসেন,জামিল হোসেন,ইলিয়াস কান্চন শাহীন,আব্দুল মালেক মানিক,আব্দুস সামাদ শিবলু,ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম,জাবেল হক জাবেদ,কামরুল ইসলাম আজাদ,এস এম রানা সুমন,আব্দুল মজিদ,কামরুল ইসলাম,ফরিদ আহম্মেদ,শফিকুল ইসলাম,আব্দুল করিম,জাহাংগীর হোসেন,গোলাম রাব্বানী,গোলাম রাব্বী শুভ,মেহেদী হাসান

মেহেদী,আশরাফুল ইসলাম,মাসুদুর রহমান,মোহাম্মদ মঈন,কাজী সাজেদুল ইসলাম ,আনিক হাসান,সামিউল মাহমুদ,মোহাম্মদ আলম,জুবাইল হক মানিক সহ অসংখ্য নেতৃবৃন্দ।                                                     

অনুষ্ঠানে কোর আন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ নাসির আহম্মেদ ।               

বিএনপির নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ মিডনাইট সরকার একমাত্র ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সুকৌশলে আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখছে।নেতারা হুশিয়ারি করে বলেন অবিলম্বে বেগম খালেদা জিয়াকে জামিন না দেওয়া হয় তাহলে সারা বিশ্বব্যাপী কঠিন আন্দোলনের মাধ্যমে নেএীকে মুক্তি করা হবে। প্রেস বিজ্ঞপ্তি"

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2