avertisements 2

নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির বর্ষ বরণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:১৮ এএম, ১৭ মে,সোমবার,২০২১

Text

গত ২৪ সে এপ্রিল ২০২১ সিডনির বাঙালি কমিউনিটির প্রানপ্রিয় সাংস্কৃতিক সংগঠন- নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি সিডনির অদূরে আরলউড সিনিয়র সিটিজেনস হলে  আয়োজন করেছিলো বাংলা বর্ষবরণ ১৪২৮. একাডেমির প্রিতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মৌসুমী সাহার নেতৃত্বে এই বর্ষবরণের আয়োজন করা হয় | বিকেল তিনটা থেকে শুরু করে রাত ন'টা অবধি নাচ, গান ও কবিতা আবৃত্তি দিয়ে সাজানো হয়েছিল এই মিলন মেলা | অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন সিডনির সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব: রতন কুণ্ডু  ও মুনা মুস্তফা |

বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় | এর পর আবাহনী নৃত্য "এসো হে বৈশাখ এসো এসো" পরিবেশন করেন নৃত্যাঞ্জলির বড়ো শিল্পীরা | সবাই দেশজ একই ছাপার ও একই ডিজাইন এর আটপৌরে শাড়ি পড়ে অনুষ্ঠানে একটি আলাদা মাত্রা যোগ করতে পেরেছে | নৃত্যাঞ্জলির কর্ণধার তাঁর শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের জন্ম ও তার বিস্তারিত ইতিহাস বর্ণনা করেন | ২০০৪ সালে সৃষ্টিলগ্ন থেকে অদ্যাবধি নিরলস ভাবে শ্রম ও মেধা দিয়ে আজ সংগঠনকে এ পর্যায়ে নিয়ে এসেছেন | সংগঠনের বর্তমান কুশীলবের সংখ্যা ৩২. এই দীর্ঘ ১৭ বছরের পথ পরিক্রমায় সংগঠনটি প্রবাসে শিশুদের মাঝে নৃত্যকলার বিস্তারে বিশাল অবদান রেখেছে | একই সাথে বড়োদেরও প্রশিক্ষণের মাধ্যমে আবহমান বাঙালি সংস্কৃতির লালন ও বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে | দেশজ সংস্কৃতির আদলে অনুষ্ঠানে রবীন্দ্র, কত্থক, লোকনৃত্য ও ধ্রুপদী নৃত্য পরিবেশন করা হয় | গান পরিবেশন করেন অহনা সাহা, আয়েশা সিদ্দিকা, রাজেশ সাহা ও অভিষেক ঘোষ পলাশ | ছোটদের গ্রূপে দৈত ও দলীয় নৃত্য পরিবেশন করে তিশা সরকার, অরিও দাস, রুপন্তি, প্রতিশ্রুতি, পৃথিলা, দ্বিপান্বিতা ও অহনা | বড়োদের গ্রূপে নৃত্য পরিবেশন করেন- মৌসুমী, সুবর্ণা, নিবেদিতা, দ্বিজা, তাসলিমা, কথা, কেয়া, শিখা ও পায়েল | শব্দ নিয়ন্ত্রণ ও মিউজিক এ ছিলেন রাজেশ সাহা ও নামিদ ফারহান | কবিতা আবৃত্তি করেন রতন কুণ্ডু  ও দেবী সাহা | 

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো অভ্যাগত অতিথিদের পান্তা-ইলিশ, মাছ, মাংস, মুড়িঘন্ট, কচুর লতি দিয়ে শুঁটকি, ভাlজি, ভর্তা মিলিয়ে প্রায় ২০ রকম খাবার | এ ছাড়াও ছিলো পিঠা, পুলি, পায়েস ও মিষ্টান্ন | হলভর্তি দর্শক শ্রোতা একদিকে যেমন অনুষ্ঠান উপভোগ করেছে, অন্যদিকে হরেক রকম দেশি খাবারে পরিতৃপ্ত হয়েছে | অনুষ্ঠান শেষে নৃত্যাঞ্জলির কর্ণধার মৌসুমী সাহা সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন |

বিষয়:

আরও পড়ুন

avertisements 2