avertisements 2

বিজয় দিবস উপলক্ষে সিডনিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০০ পিএম, ২১ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৬:০৪ পিএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

গত ২০ ডিসেম্বর, রবিবার দুপুরে সিডনির ব্যাংকসটাউনের অভিজাত ফাংশন সেন্টারে   ইউনাইটেড বাংলাদেশ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার আয়োজনে বিংগো বাংলাদেশ বিজয় দিবস উৎসব পালিত হয়। অনুষ্ঠানে অস্ট্রেলিয়াতে বসবাসরত প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য  দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি সাজেদা আখতার সানজিদা  আমন্ত্রিত বিশেষ  অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে বক্তৃতা করেন ইউনাইটেড বাংলাদেশ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ আয়াজ চৌধুরী। অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের সাবেক অভিবাসন মন্ত্রী এবং নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির সভাপতি ফিলিপ রাডক , উ সাউথ ওয়েলসের স্টেট এম পি মিস ওয়েন্ডি লিন্ডসি ,ক্যান্টাবুরি কাউন্সিলের  প্রাক্তন ডেপুটি মেয়র কার্ল সালেহ  টেলেঅস(TELEAUS) এর প্রধান কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে  সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলে মোঃ মিজানুর রহমান তরুণ, আবুল হেলাল উদ্দিন  শাহ মোঃ এনায়েতুর রহিম বেলাল, আপেল মাহমুদ ,ড. হাবিবুর রহমান বিশ্বাস,হুমায়ুন কবির খান,ড. মোঃ আব্দুর রাশিদ, ড. আমিনুল হক ফারাইজি,রেজাউর রহমান ,মোঃ আব্দুল লতিফ,কামরুল আহসান খান, মোঃ মখদুমই আজান মাশরাফি, ড. মো শাহাদাত খান। সম্মাননা প্রদানের পরপরই উপস্থিত মুক্তিযোদ্ধারা পর্যায়ক্রমে তাদের শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক  পর্বে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে গান পরিবেশন করেন তামিম শাহরীন ও জান্নাতুল ফেরদৌস উর্মি।  কবিতা আবৃত্তি করেন ফায়জুন নাহার পলি, হাবিবুর রহমান  ও মাসুদ পারভেজ। 


অনুষ্ঠানে আয়োজক কমিটির সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু সহ বিভিন্ন সামাজিক  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।  অনুষ্ঠানটি  পরিচালনা করেন লিটন বাউল।

বিষয়: সম্মাননা
avertisements 2