avertisements 2

এশিয়ার কয়েকটি দেশের জন্য সতর্কবার্তা শ্রীলঙ্কা: আইএমএফ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুলাই, বুধবার,২০২২ | আপডেট: ০৪:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারী, বুধবার,২০২৪

Text

শ্রীলঙ্কার পরিস্থিতি এশিয়ার আরও কয়েকটি দেশের জন্য সতর্কবার্তা বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিভা বিবিসিকে বলেন, যেসব দেশের উচ্চমাত্রার ঋণ আছে এবং নীতিমালার পরিসর সীমিত তাদেরকে বাড়তি চাপের মুখে পড়তে হবে। তাদের জন্য শ্রীলঙ্কা পরিস্থিতি একটি সতর্কবার্তা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা না থাকায় লঙ্কান সরকার আমদানি করতে পারছে না খাবার, জ্বালানি এমনকি ওষুধের মতো অতি প্রয়োজনীয় পণ্যও। এক বছরের ব্যবধানে খাবারের দাম বেড়েছে ৮০ শতাংশ পর্যন্ত।

বিবিসির প্রতিবেদনে প্রকাশিত এক তালিকায় পাকিস্তান, লাওস ও মালদ্বীপের পাশাপাশি উল্লেখ করা হয়েছে বাংলাদেশের নামও। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গত ৮ বছরের মধ্যে মে মাসে সর্বোচ্চ ৭ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে মূল্যস্ফীতির হার। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে।

বৈশ্বিক পরিস্থিতির কারণে রিজার্ভের পরিমাণ কমতে থাকায় এরই মধ্যে সরকার অপ্রয়োজনীয় পণ্যের আমদানি বন্ধ করার নীতি অনুমোদন দিয়েছে। প্রবাসীদের আয় (রেমিট্যান্স) দেশে পাঠানোকে উৎসাহিত করতে এ-সংক্রান্ত নীতিমালা আরও সহজ করেছে সরকার। সেই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কমিয়ে আনা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2