avertisements 2

প্রথম দেশ হিসেবে করোনার চতুর্থ ডোজ দিচ্ছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:৪০ এএম, ৯ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

ইসরায়েল শিগগির করোনা টিকার চতুর্থ ডোজ চালু করবে। করোনভাইরাস বিশেষজ্ঞ প্যানেলের একটি সুপারিশের ভিত্তিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করেছে, ৬০ বছরের বেশি বয়সী, চিকিৎসা কর্মী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে।

আজ বুধবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেছেন, 'এটি দারুণ খবর, সময় নষ্ট করবেন না, টিকা নিন।' যারা ৪ মাস আগে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিয়েছেন তাদেরকে চতুর্থ ডোজ দেওয়া হবে।

নাফতালি বেনেট বলেছেন, 'ইসরায়েল মহামারি মোকাবিলায় বিশ্বব্যাপী সম্মুখ সারিতে আছে। ইসরায়েলের নাগরিকরাই বিশ্বে প্রথম যারা করোনার বুস্টার ডোজ নিয়েছেন এবং আমরাই প্রথম যারা চতুর্থ ডোজ নিতে যাচ্ছি।'

ইসরায়েলে দ্বিতীয় ও বুস্টার ডোজের মধ্যে প্রস্তাবিত ব্যবধান ৫ মাস থেকে কমিয়ে ৩ মাস করা হচ্ছে। বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি রেডিওকে বলেছেন, চতুর্থ ডোজ নেওয়ার সিদ্ধান্তটি সহজ ছিল না।

অধ্যাপক গালিয়া রাহাভ বলেন, 'আমাদের কাছে এখনো ইমিউনিটি বিষয়ে তেমন কোনো তথ্য নেই, যেমনটি আমরা তৃতীয় ডোজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে বিশ্বের অন্যান্য দেশেও তথ্যের অনেক স্বল্পতা রয়েছে।' 'এমন পরিস্থিতিতে আপনি যদি অবিলম্বে কাজ না করেন, আপনি পিছিয়ে পড়বেন,' তিনি যোগ করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2