অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাংবাদিক চেং লেইকে আটক করেছে চীন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩৯ এএম, ১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৭:৫৫ এএম, ১ মে,বৃহস্পতিবার,২০২৫

অস্ট্রেলিয়ান নাগরিক এবং দেশটির একজন প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপককে আটক করেছে চীন। বিবিসির সোমবারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, সম্প্রতি প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যকার সম্পর্কের উত্তেজনার পারদ আরও নিচে নামার মধ্যেই এমন আটকের ঘটনা ঘটলো।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই সপ্তাহ আগে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিজিটিএন-এর উপস্থাপক চেং লেইকে আটক করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পায়েন বলেন, আটকের পর ভিডিও লিংকের মাধ্যমে চেং এর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছে অস্ট্রেলিয়ান কনস্যুলার অফিস।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, চেং লেই যে বেইজিং কর্তৃপক্ষের হাতে তা আটক হয়েছেন গত ১৪ আগস্ট আমরা তা জানতে পারি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চীনে আটক হওয়ার শঙ্কা বৃদ্ধি পাওয়া নিয়ে এর আগে জুলাইয়ে দেশের সব নাগরিককে সতর্ক করেছিল অস্ট্রেলিয়া সরকার।
গত কয়েক মাস ধরে অস্ট্রেলিয়া-চীন উত্তেজনা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বিশেষ করে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক তদন্ত দাবি করার পর থেকে দেশ দুটির সম্পর্কে ফাটল আরও বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি পদক্ষেপও নিয়েছে বেশ কিছু চীন এবং অস্ট্রেলিয়া।
সোমবার অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত মদ নিয়ে দ্বিতীয় তদন্ত শুরুর ঘোষণা দেয় চীন। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার জানায়, স্থানীয় সরকারের সঙ্গে অন্য দেশের সঙ্গে হওয়া চুক্তি বাতিলে একটি আইন প্রণয়নের পরিকল্পনা চলছে। মূলত চীনকে লক্ষ্য করেই এমন আইনের পরিকল্পনা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন: অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
