avertisements 2

অস্ট্রেলিয়ার উপকূলে চীনা গোয়েন্দা জাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৪৫ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চীনা নৌবাহিনীর জাহাজটির অবস্থান অস্ট্রেলিয়ার আঞ্চলিক জলসীমায় নয় কিন্তু এর উপস্থিতি উদ্বেগজনক। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা স্পষ্টত একটি গোয়েন্দা জাহাজ আর তারা আমাদের পর্যবেক্ষণ করছে এবং আমরাও তাদের ওপর নজর রাখছি’।

গত সপ্তাহে গোয়েন্দা জাহাজটি এক্সমাউথ এলাকার হ্যারল্ড ই হল্ট নৌ যোগাযোগ স্টেশন এলাকায় শনাক্ত করে অস্ট্রেলিয়া। এই স্টেশনটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সাবমেরিন ব্যবহার করে থাকে।

জাহাজটির উপস্থিতি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি অস্ট্রেলিয়ার চীনা দূতাবাস।

আগামী ২১ মে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রচারণায় বড় অংশ জুড়ে রয়েছে চীনের কাছ থেকে আসা জাতীয় নিরাপত্তার হুমকি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন বলেন, ‘আমার মনে হয় এটা আগ্রাসনমূলক কাজ। আমার কাছে বিশেষ করে মনে হচ্ছে কারণ এটি দক্ষিণ দিক থেকে এসেছে। এটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে সামরিক ও গোয়েন্দা স্থাপনার কাছাকাছি রয়েছে।’

বড় দুই বাণিজ্য সহযোগী দেশ অস্ট্রেলিয়া ও চীন। তবে গত কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে দেশ দুইটির সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও প্যাসিফিক অঞ্চলে চীনা প্রভাব নিয়ে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

avertisements 2