avertisements 2

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৫২ পিএম, ২৫ নভেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ০৮:৪১ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

করোনাভাইরাস পরবর্তী সময়ে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল যখন চূড়ান্তভাবে শুরু হবে তখন যাত্রীদের কঠোর নিয়ম পালন করতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা কোয়ান্টাসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান জয়সে।

সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার অ্যালান জয়সে বলেন, আন্তর্জাতিক ফ্লাইট শুরু হলে যাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন গ্রহণের প্রমাণ দেখিয়ে যাত্রীরা উড়োজাহাজে চলাচল করতে পারবেন। ভ্যাকসিন সহজলভ্য হলেই এ নিয়ম ‘বাধ্যতামূলক’ করা হবে।

আগামী বছরের শুরুর দিকে সবার জন্য চালু হতে পারে করোনার ভ্যাকসিন। ওই সময়ে বিদেশগামী যাত্রীদের অবশ্যই উড়োজাহাজে উঠতে হলে কিছু শর্তের মধ্য দিয়ে যেতে হবে। এর মধ্যে রয়েছে, অবশ্যই একজন যাত্রীকে করোনার ভ্যাকসিন নিতে হবে।

avertisements 2