avertisements 2

মহিলা দল নেত্রী স্মৃতিকে জামিন দিলেন আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০২:৩৫ এএম, ১৮ মে,শনিবার,২০২৪

Text

ছবি সংগৃহীত 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫)জামিন দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৫ জানুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে স্মৃতির পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

এর আগে গত বছরের ৪ অক্টোবর গুজব ছড়ানোর অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেফতার করে পুলিশ। এদিন রাত দেড়টার দিকে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেয়া জামিন শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী।

স্মৃতির বিরুদ্ধে অভিযোগ, নিতে নিজের ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকাবিরোধী লেখালেখি করেন। তার স্বামী মো. খোকন আহম্মেদ একজন প্রবাসী।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2