সৌদি থেকে দেশে এসে প্রেমিককে রাতে বিয়ে, সকালে তরুণীর সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৮:০০ এএম, ৬ সেপ্টেম্বর,শনিবার,২০২৫

ছবি : সংগৃহীত
চার বছরের প্রেমের সম্পর্ককে না মেনে সৌদি আরবে নিয়ে এক প্রবাসীর সঙ্গে ফাতেমা (২১) নামে এক তরুণীকে বিয়ে দেয় পরিবার। অবশেষে সৌদি থেকে দেশে এসে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে সংবাদ সম্মেলনে ফাতেমা জানান, তকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাজশাহী নগরের আসাম কলোনি এলাকায় সংবাদ সম্মেলন ডাকেন এই নবদম্পতি।
ফাতেমার বাড়ি রাজশাহী নগরীর রামচন্দ্রপুর বৌবাজার এলাকায়। তার স্বামী ফজলে রাব্বীর (২৬) বাড়ি রামচন্দ্রপুর বৌবাজার এলাকায়। রাব্বী পেশায় ব্যবসায়ী। সোমবার (৯ জানুয়ারি) রাব্বী ফাতেমাকে তার বাড়ি থেকে নিয়ে এসে বিয়ে করেন।
সংবাদ সম্মেলনে ফাতেমা বলেন, নিজ ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে পছন্দের মানুষ রাব্বীকে বিয়ে করেছি। আমাকে কেউ জোর করে আনেনি।
ফাতেমা আরও বলেন, স্বেচ্ছায় বাড়ি থেকে এলেও এখন শুনছি আমার পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের মামলা করা হচ্ছে। আমি জানিয়ে দিচ্ছি, আমাকে কেউ অপহরণ করেনি।
ফজলে রাব্বী সংবাদ সম্মেলনে জানান, চার বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চললেও ফাতেমার বাবা-মা এ সম্পর্ক মানতে চায়নি। তারা মিথ্যা মামলা করে হয়রানি করেছে। এতেও প্রেমের সম্পর্ক ভাঙতে না পেরে ২০১৯ সালের দিকে ফাতেমাকে সৌদি আরবে নিয়ে জোর করে এক প্রবাসীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। ফাতেমা সেখানে সংসার করতে পারেনি। বিবাহবিচ্ছেদ ঘটিয়ে দেড় বছর পর ২০২১ সালে দেশে ফিরে আসে। ফিরে আসার পরও বাড়িতে তার ওপর শারীরিক নির্যাতন চলছিল।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, রাতেই ফাতেমার পরিবার বিষয়টি পুলিশকে জানিয়েছে। তারা অপহরণের অভিযোগ এনেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দিতে এলে নিতে হবে। আবার একজন প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের ইচ্ছায় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। সবকিছুই আইনগতভাবে দেখা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ
