শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার স্বামী মামুনকে আদালতে প্রেরণ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০৯ এএম, ১১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৫

আদালতে নেয়া হচ্ছে মামুনকে। ইনসেটে শিক্ষিকা খাইরুন নাহার
নাটোরে ভাইরাল সহকারী অধ্যাপক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী কলেজ ছাত্র মামুন হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। সোমবার (১৫ আগস্ট) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ জানান, গুরুদাসপুরের খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার ও কলেজ ছাত্র মামুন দম্পতি গতচার মাস থেকে শহরের বলারিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল রবিবার সকালে সেই ভাড়া বাসা থেকে খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করে সুরৎহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়।
ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার স্থানীয় আবু বকর সিদ্দিকী কওমী মাদ্রাসা মাঠে জানাযা শেষে খামার নাচকৈড় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন হোসেনকে আটক করে পুলিশ। পরে আজ সোমবার দুপুরে নাটোর থানা থেকে তাকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
খায়রুন নাহারের ময়না তদন্তের পর ভিসেরা রিপোর্ট এর জন্য আলামত ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক সামিউল ইসলাম শান্ত।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
