অভাবের তাড়নায় সন্তান বিক্রি করা সেই মা পেলেন লাখ টাকার সঞ্চয়পত্র
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৪২ এএম, ৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

ছবি: সোনালী চাকমার হাতে চেক হস্তান্তর করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক
মিডিয়ায় আলোচিত মা সোনালি চাকমা ও তার শিশুপুত্র রামকৃষ্ণ চাকমার (৬) সু-রক্ষার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসন। পাচ্ছেন নগদ অর্থসহ একগুচ্ছ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা। রবিবার (১৪ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস অসহায় সোনালি চাকমার হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এছাড়া সোনালী চাকমাকে প্রধানমন্ত্রীর উপহারের ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর প্রদান, শিশুপুত্র রামকৃষ্ণ চাকমার ভবিষ্যত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি শিশু পরিবারে রাখা, সোনালী চাকমার সু-চিকিৎসা ও তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার কথাও বলা হয়।
খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম ও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমাসহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসক মানবিক বিষয়টি গণমাধ্যমে তুলে ধরায় সাংবাদিকদের ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার (১১ আগস্ট) খাগড়াছড়ি বাজারে অভাবের তাড়নায় ছেলে রামকৃষ্ণকে বিক্রি করতে যান মা সোনালী চাকমা। ১২ হাজার টাকায় বিক্রি করার প্রস্তাবে দর কষাকষিতে উঠে ৫ হাজার টাকা। এ সময় কয়েকজন ছেলে ধরা মনে করে সোনালী চাকমাকে আটক করে। ঘটনাটি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল জীবন চাকমা নজড়ে আসলে রক্ষা পায় রামকৃষ্ণ। পরিবারটির জন্য আর্থিক সহায়তা নিয়ে ছুটে যান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।
এ নিয়ে শুক্রবার (১২ আগস্ট) বাংলাভিশন নিউজ পোর্টালে ‘অভাবের তাড়নায় নিজ সন্তানকে বিক্রির জন্য বাজারে তুললেন মা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
