কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থী নিখোঁজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ১১:০৯ এএম, ৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

আবদুল্লাহ
কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে আবদুল্লাহ (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা ১১ টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গোসলে নেমে এ কিশোর নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে লাইভ গার্ড, ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন।
নিখোঁজ আবদুল্লাহ চিকিৎসক কর্নেল শহিদের ছেলে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। তাদের বাসা ঢাকার মহাখালী ডিওএইচএস। আবদুল্লাহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
তিনি জানান, বাবা, মাসহ আব্দুল্লাহর অন্যান্য আত্মীয়রা কক্সবাজারে ভ্রমণে এসেছে। বুধবার ইনানী বে ওয়াচ আর সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার মাঝামাঝি সৈকতে গোসলে নামে। সবাই উঠে এলেও আবদুল্লাহকে পাওয়া যায়নি।
ট্যুরিস্ট পুলিশ উদ্ধার করার কাজ শুরু করেছে। ইতোমধ্যে কোস্টগার্ডকেও খবর দেয়া হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ ইনানী জোন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
